শনিবার, ১৭ জুলাই, ২০২১ ০০:০০ টা

কান উৎসবে সাড়া জাগাল রেহানা মরিয়ম নূর

শোবিজ ডেস্ক

কান উৎসবে সাড়া জাগাল রেহানা মরিয়ম নূর

শুধু পুরস্কৃত বা প্রশংসিত হওয়াই নয়, এবারের কান চলচ্চিত্র উৎসবে রীতিমতো সাড়া জাগিয়েছে বাংলাদেশের ‘রেহানা মরিয়ম নূর’। তরুণ নির্মাতা আবদুল্লাহ মোহাম্মদ সাদের এ চলচ্চিত্র ছিল কান চলচ্চিত্র উৎসবের অফিসিয়াল সিলেকশনে প্রথম বাংলাদেশি চলচ্চিত্র। বাংলাদেশ সময় গতকাল মধ্য রাতে এ উৎসবে বিজয়ীদের নাম ঘোষণা করার কথা। এতে অংশগ্রহণের জন্য আগে থেকেই ফ্রান্সের কান শহরের পালে দে ফেস্টিভ্যালে উপস্থিত রয়েছেন ‘রেহানা মরিয়ম নূর’-এর নির্মাতা সাদ, অভিনয়শিল্পী বাঁধনসহ সিনেমার প্রযোজক জেরেমি চুয়া, নির্বাহী প্রযোজক এহসানুল হক বাবু, চিত্রগ্রাহক তুহিন তামিজুল, প্রডাকশন ডিজাইনার আলী আফজাল উজ্জ্বল, কালারিস্ট চিন্ময় রায় ও শব্দ প্রকৌশলী শৈব তালুকদার।

৬ জুলাই থেকে শুরু হওয়া কান চলচ্চিত্র উৎসবের ৭৪তম আসরে রেহানা মরিয়ম নূরসহ বিশ্বের বিভিন্ন দেশের তরুণ নির্মাতাদের মোট ১৯টি চলচ্চিত্র ‘আঁ  সেত্রাঁ রিগা’ বিভাগে মনোনয়ন পায়। বিচারকরা দুই সপ্তাহ ধরে চলচ্চিত্রগুলো দেখার পর এ মনোনয়ন দেন।

সাড়া জাগানো ‘রেহানা মরিয়ম নূর’-এর কাহিনি চিত্র ছিল, রেহানা মরিয়ম নূর নামে মেডিকেল কলেজের একজন সহকারী অধ্যাপকের জীবন সংগ্রামকে ঘিরে। কাহিনির প্রধান চরিত্রে অভিনয় করেন আজমেরী হক বাঁধন। কানের এবারের আসরে শুরু থেকেই বাংলাদেশিদের মাঝে আলাদা এক আবেদন তৈরি করে। কারণ ‘রেহানা মরিয়ম নূর’-এর প্রদর্শনীর পর দর্শকদের ‘স্ট্যান্ডিং ওভেশন’ আবেগতাড়িত করে। ফলে চলচ্চিত্রটিকে ঘিরে দর্শকদের প্রত্যাশা বেড়ে গিয়েছিল। গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে চলচ্চিত্রটির প্রদান চরিত্রে অভিনয় করা আজমেরী হক বাঁধন জানান, ভাষাগত দূরত্ব ছাপিয়ে দর্শকদের মাঝে বিদেশি দর্শকদেরও কেউ কেউ পর্দার  রেহানার মাঝে নিজেকে আবিষ্কার করেছেন।

সর্বশেষ খবর