মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১ ০০:০০ টা

শামীমের ‘মোমের পুতুল’

শোবিজ প্রতিবেদক

শামীমের ‘মোমের পুতুল’

তৃতীয় লিঙ্গের নয়নের কারণে পরিবার সামাজিকভাবে বেকায়দা পড়ে। অন্তত নয়নের বোন-বাবা তাই মনে করে। নয়ন অসহনীয় হয়ে ওঠে বাবা-মেয়ের কাছে। বৈষম্য আর তীব্র কটাক্ষে ঘর ছাড়ে নয়ন। নাম হয় ন্যায়না। হিজড়াপল্লীতে আশ্রয় হয় ন্যায়নার। রাস্তাঘাটে নাচ দেখিয়ে পয়সা তোলে নয়নের দল। কখনো কখনো হাত পাততে গিয়ে মারধরের স্বীকার হতে হয়। লকডাউনে বিপর্যস্ত হয়ে ওঠে জীবনযাপন, এর তীব্র আঁচ লাগে ন্যায়নাদের। নাটকে ন্যায়না চরিত্রে অভিনয় করে রীতিমতো প্রশংসায় ভাসছেন শামীম হাসান সরকার। ঢাকা মেডিকেল কলেজে সাম্প্রতিক সময়ে তৃতীয় লিঙ্গের স্বেচ্ছাসেবকদের কর্মকান্ড বেশ প্রশংসিত হয়। দেশজুড়ে আলোচনায়। সেই গল্পের আবহে নির্মিত হয়েছে ‘মোমের পুতুল’। পরিচালনা করেছেন মুহাম্মদ মিফতাহ আনান।  শামীম হাসান সরকার বলেন, গল্পে আমি ছেলে হয়ে জন্মাই। আমার নাম থাকে নয়ন। একটা সময় জানা যায় আমি ছেলে নই, তৃতীয় লিঙ্গের মানুষ। তখন নামটিও বদলে যায়। নয়ন থেকে হয়ে যাই ন্যায়না। নাটকটির মাধ্যমে বিনোদনের পাশাপাশি আমাদের সমাজকে একটি গুরুত্বপূর্ণ মেসেজ দেওয়ার চেষ্টা করেছি। জানিনা কতটুকু পেরেছি। নাটকে শামীম হাসান সরকার ছাড়াও আরও অভিনয় করেছেন সাবেরী আলম, শহীদুজ্জামান সেলিম, ফরহাদ লিমন প্রমুখ। ‘মোমের পুতুল’ নাটকটি ঈদুল আজহা উপলক্ষে নির্মিত। নাটকটি ২৯ জুলাই গ্লোবাল টিভির ইউটিউবে প্রাচার হয়। ‘মোমের পুতুল’ নাটকটির শুটিং হয় সাভার ও তেজগাঁওয়ে।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর