বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১ ০০:০০ টা

কাহিনিচিত্র ‘হন্তারক’

শোবিজ প্রতিবেদক

কাহিনিচিত্র ‘হন্তারক’

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ‘মহামানবের দেশে’ গল্প অবলম্বনে সহিদ রাহমানের রচনায় কাহিনিচিত্র ‘হন্তারক’। এটি প্রচার হবে ১৫ আগস্ট রাত ৯টায় এটিএন বাংলায়। এতে অভিনয় করেছেন- আহমেদ রুবেল, মাসুম বাশার, সুষমা সরকার, রাশেদ মামুন অপু ও হিন্দোল রায় প্রমুখ। কাহিনিচিত্র ‘হন্তারক’-এর রচনায় সহিদ রাহমান ও পরিচালনায় হাসান রেজাউল। বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত যত কালো অধ্যায় আছে, ১৫ আগস্ট সবথেকে বর্বরোচিত কালো অধ্যায়। যে অধ্যায় বহুদিন পর্যন্ত ছিল অমীমাংসিত। জাতির জনক বঙ্গবন্ধু পরিবার হত্যার সে কালো অধ্যায় বহুদিন পর্যন্ত বয়ে বেড়াতে হয়েছে বাঙালি জাতিকে। আজ জাতির কাঁধ থেকে সে কালো অধ্যায় নামানোর সুযোগ আসছে। আজ রাতেই হতে পারে ঘাতক শাহরিয়ারসহ বঙ্গবন্ধু পরিবারের পাঁচ খুনির ফাঁসির রায় কার্যকর। সে আবেগ-উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে বাঙালি জাতির মধ্যে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর