শনিবার, ৭ আগস্ট, ২০২১ ০০:০০ টা

৫০ জন নির্মাতার ৫০টি শর্টফিল্ম!

শোবিজ প্রতিবেদক

৫০ জন নির্মাতার ৫০টি শর্টফিল্ম!

প্রযোজনা হাউজে আলফা-আই আগামী রমজানের ঈদের আগে অন্তত ৫০টি শর্টফিল্ম তৈরি করবে। এগুলো নির্মাণ করবেন মূলত নবীন নির্মাতারাই। আর দর্শকদের পাঠানো গল্প থেকে বাছাই করে স্বল্পদৈর্ঘ্যগুলো তৈরি হবে। এর আগে ২০২০ সালের রোজার ঈদের সময়ই আলফা-আই প্রথম উদ্যোগ নেয় টেলিভিশনের জন্য শর্টফিল্ম নির্মাণের। আলফা-আইয়ের কর্ণধার শাহরিয়ার শাকিলের পরিকল্পনা ও প্রযোজনায় সে বছর দেশের সাতজন প্রতিষ্ঠিত চলচ্চিত্র নির্মাতা ‘ঘরবন্দী সময়ের গল্প’ নামে সাতটি শর্টফিল্ম তৈরি করেন। সেই থেকে প্রতি বছর আলফা-আইয়ের ঈদের আয়োজনগুলোতে নিয়মিত যুক্ত হতে থাকে শর্টফিল্ম। এ বছর রোজার ঈদে তানিম রহমান অংশুর ‘গল্প গল্প খেলা’ আর সাফায়েত মনসুর রানার ‘শর্টকাট সিরিজ’ও আলোচনায় ছিল। অন্যদিকে কোরবানি ঈদে আবু হায়াত মাহমুদের ‘অল্প কথার গল্প’ প্রচার হয়। আর এই সময়ই নতুন করে যুক্ত হয় ‘৭ দুগুনে ১৪’ সিরিজে ১৪ জন নতুন পরিচালকের অভিষেক। নির্মিত হয় ১৪টি নতুন শর্টফিল্ম।

সর্বশেষ খবর