বুধবার, ১১ আগস্ট, ২০২১ ০০:০০ টা

নতুনদের জন্য কুমার বিশ্বজিতের সুর

শোবিজ প্রতিবেদক

নতুনদের জন্য কুমার বিশ্বজিতের সুর

বাংলাদেশের সংগীতাঙ্গনের নন্দিত গায়ক কুমার বিশ্বজিৎ নতুনদের জন্য চেষ্টা করেন সুর সৃষ্টির। তাঁর সুরে নতুনদের মধ্যে গান গেয়েছেন সাব্বির জামান, কিশোর ও সুতপা। লকডাউনের এই দিনগুলোতে তিনি এ প্রজন্মের একেবারেই নতুন দুই সংগীতশিল্পীর জন্য দুটি নতুন গানের সুর করেছেন। শিল্পী দুজন হলেন- ২০১৭ সালের সেরাকণ্ঠ চ্যাম্পিয়ন শেখ ফারজানা তাসনিম সুমনা এবং অন্যজন হলেন একই বছরের একই রিয়েলিটি শোর সংগীতশিল্পী মৌমিতা বড়ুয়া। সুমনার জন্য গান লিখেছেন লিটন অধিকারী রিন্টু এবং মৌমিতার জন্য গান লিখেছেন আসিফ ইকবাল। কুমার বিশ্বজিৎ জানান, এরই মধ্যে সুমনা ও মৌমিতার জন্য দুটি আলাদা গানের সুর করেছেন তিনি। তাঁর ভাষ্যমতে দুটি গানেরই সুর হয়েছে অনবদ্য। সুমনা ও মৌমিতা প্রসঙ্গে কুমার বিশ্বজিৎ বলেন, ‘দুজনকেই আসলে সেরাকণ্ঠর সময়টায় চেনা। সে সময়ই তাঁদের কণ্ঠ, গায়কি প্রসঙ্গে আমার জানা। সুমনা তো ভীষণ ভালো গায়। অনুরূপভাবে মৌমিতাও। তাঁদের জন্য এমনভাবেই গানের সুর করেছি যেন গানে গানে সুরে সুরে তাঁদের নিজস্বতাই বেরিয়ে আসে। সেই নিজস্বতাই যেন শ্রোতা-দর্শকের কাছে পৌঁছে যায়। তাহলেই তারা নিজের মৌলিক গান দিয়ে শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবে। সুমনা এবং মৌমিতার জন্য আমার আশীর্বাদ রইল। আমার বিশ্বাস তাঁরা ঠিকঠাকভাবে ভয়েজ দিতে পারলে দুজনের জন্যই দুটি মাইলফলক গান হবে। বাকিটা তাঁদের সাধনা।’

সর্বশেষ খবর