বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১ ০০:০০ টা

পুতুলের শোক দিবসের গান

শোবিজ প্রতিবেদক

পুতুলের শোক দিবসের গান

গত রবীন্দ্র প্রয়াণ দিবসে সংগীতশিল্পী পুতুল তাঁর নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছেন রবীন্দ্রসংগীত ‘পুরানো সেই দিনের কথা’। গানটি প্রকাশের পর থেকেই দারুণ সাড়া পাচ্ছেন বলে জানালেন পুতুল। এদিকে জাতির পিতা বঙ্গবন্ধুকে নিয়ে পুতুল একটি গান গেয়েছেন। শোক দিবসে সেই গানটি তাঁর নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে। গানের শিরোনাম ‘সেই কবিটার গল্প বলি’। গানটি লিখেছেন ও সুর করেছেন পুতুল নিজেই। সংগীতায়োজন করেছেন সৈয়দ রেজা আলী। পুতুল বলেন, ‘বাংলাদেশের সৃষ্টি হয়েছে বঙ্গবন্ধুর জন্য। তাই এই মহান মানুষের প্রতি শ্রদ্ধা ভালোবাসা থেকেই এই গানটি করা। আমার কাছে শোক দিবসে তাঁর প্রতি শ্রদ্ধাঞ্জলি জানানোর মতো আর কোনো প্রয়াস নেই। শিল্পী হিসেবে এটাই আমার নিজস্ব ক্ষুদ্র প্রয়াস। আমি ভীষণ আশাবাদী গানটি নিয়ে।’ এদিকে ‘বিষাক্ত দুপুর’ নামেও আরেকটি মৌলিক গান করেছেন পুতুল। গানের কথা, সুর ও সংগীতায়োজন করেছেন সৈয়দ রেজা আলী। পুতুল জানান, এটি একটি জ্যাজ ঘরানার গান। প্রথমবার এ ধরনের গান গাইলেন তিনি।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর