শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১ ০০:০০ টা

নতুনরূপে ‘ব্ল্যাক জ্যাং’

শোবিজ প্রতিবেদক

নতুনরূপে ‘ব্ল্যাক জ্যাং’

‘বাংলা হাইপ’ শিরোনামে নতুন বাংলা র‌্যাপ গান নিয়ে আসছে হিপ হপ জগতে জনপ্রিয় শিল্পী ‘ব্ল্যাক জ্যাং’। আজ ১৩ আগস্ট প্রত্যেকটা গ্লোবাল মিউজিক প্ল্যাটফরমে প্রকাশ পাবে এই র‌্যাপ গান। গানটির সংগীত পরিচালনা করেছেন শাহান এ এইচ এম। হিপ হপের র‌্যাপিং নিয়ে গত ১৩ বছর যাবৎ বাংলাদেশে কাজ করছেন আসিফুল ইসলাম সোহান। শুধু দেশেই নয়, বিদেশের মাটিতেও দেশের হয়ে র‌্যাপিং করেছেন তিনি। হিপ হপ জগতে তিনি পরিচিত ‘ব্ল্যাক জ্যাং’ নামেই। ২০০৯ সালে ‘আপ-টাউন লোকজ’ নামের ব্র্যান্ড থেকে ডেড লাইন লেভেলের আন্ডারে তাঁর প্রথম অ্যালবাম রিলিজ হয়। সেই অ্যালবামের সুপারহিট গান হচ্ছে ‘এই মামা এই’। এ ছাড়াও তাঁর একক অনেক ভিডিও প্রকাশ হয়েছে ইউটিউবে। ক্রিস হেমসওয়ার্থ অভিনীত ব্ল্যাক জ্যাংয়ের জনপ্রিয় গান ‘নো বাউন্ডারিস’, যেটা নেটফ্লিক্সে ‘এক্সট্র্যাকশন’-মুভিতে ফিচার হয়েছে। ‘থ্রিলার’ নামে তাঁর আরেক গান মুক্তি পায়। সেটিতেও বেশ ভালো সাড়া পান তিনি। ২০১৫ সালে মার্কিন পররাষ্ট্র দফতর একটি সাংস্কৃতিক বিনিময় সফরের আয়োজন করেছিল, যেখানে আমন্ত্রিত ছয়টি দেশের মধ্যে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেন ব্ল্যাক জ্যাং। ২০১৭ সালে তিনি যুক্তরাজ্যে আমন্ত্রণে একটি উৎসবে অংশ নিয়েছিলেন এবং ২০১৯ সালে ভারতের মুম্বাইয়ে শো করেন। তিনি র‌্যাপিংয়ের পাশাপাশি কালার্স এফএম রেডিওতে ‘প্ল্যানেট হিপ হপ’র হোস্ট হিসেবে রয়েছেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর