শনিবার, ১৪ আগস্ট, ২০২১ ০০:০০ টা

এক গানে ১৫ কণ্ঠশিল্পী

শোবিজ প্রতিবেদক

এক গানে ১৫ কণ্ঠশিল্পী

জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুকে নিয়ে কালজয়ী গান ‘যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই’-এর নতুন সংগীতায়োজনে নির্মিত সংস্করণের প্রকাশনা ও মোড়ক উন্মোচন সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। খ্যাতিমান গীতিকার হাসান মতিউর রহমানের কথায়, প্রখ্যাত সুরকার মলয় কুমার গাঙ্গুলীর সুরে সময়োপযোগী সংগীতায়োজনে গানটি পুনঃনির্মাণ করেছেন কণ্ঠশিল্পী ও সঙ্গীত পরিচালক কৌশিক হোসেন তাপস। গানটির ভিডিও নির্দেশনায় ফারজানা মুন্নী। গানবাংলা টেলিভিশনের উদ্যোগে এবং টিএম প্রোডাকসন্স ও টিএম রেকর্ডসের যৌথ আয়োজনে নির্মিত গানটিতে কণ্ঠ দিয়েছেন ১৫ জন কণ্ঠশিল্পী। তাঁরা হলেন- বাঁধন সরকার পূজা, ঐশী, লুইপা, সিঁথি সাহা, রেশমী মির্জা, পুতুল, ঝিলিক, কর্ণিয়া, দোলা, আনিকা, ডোরা, আর্নিক, তাসফি, হৈমন্তি ও কৌশিক হোসেন তাপস। তাপস বলেন, ‘এটি অত্যন্ত সম্মানের একটি বিষয়। বঙ্গবন্ধুকে নিয়ে রচিত এটি বাংলাদেশের প্রতিটি মানুষের প্রিয় একটি গান। আমি চেষ্টা করেছি একটু ব্যতিক্রমী মাত্রা যুক্ত করতে।’  গানটি ১৫ আগস্টের প্রথম প্রহরে গানবাংলা টিভি ও পেজে অবমুক্ত হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর