মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১ ০০:০০ টা

প্রশংসায় ভাসছেন বাঁধন

শোবিজ প্রতিবেদক

প্রশংসায় ভাসছেন বাঁধন

হাইওয়ের ধারে রবীন্দ্রনাথের লেখা ও ছবি দিয়ে সাজানো, এক সুদৃশ্য রেস্তোরাঁ। তার নাম ‘রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি’। মহম্মদ নাজিমউদ্দিনের লেখা থ্রিলার উপন্যাসের ওপর ভিত্তি করে এই সিরিজ তৈরি করেছেন সৃজিত মুখোপাধ্যায়। মূল উপন্যাসের সঙ্গে এই সিরিজের কাহিনিতে বিশেষ কোনো পরিবর্তন নেই। গল্প, প্লট মোটামুটি একই রেখেছেন পরিচালক। শুধু নূরে ছফার নাম পাল্টে হয়েছে নিরুপম চন্দ (রাহুল বোস)। সিরিজের শুরুতেই রয়েছে এক বিমান দুর্ঘটনার দৃশ্য। সেই অন্ধকারের মধ্য থেকে কেউ যেন বেরিয়ে আসার চেষ্টা করছে- এই দৃশ্যের রহস্যের বাঁধনই আপনাকে বাকি সাড়ে চার ঘণ্টা টিভি স্ক্রিন, কম্পিউটার, ল্যাপটপ বা স্মার্টফোনের স্ক্রিনের সঙ্গে বেঁধে রাখবে। বাংলাদেশের সুন্দরপুরের এক খ্যাতনামা রেস্তোরাঁ- ‘রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি’ ও তাঁর রহস্যময়ী মালকিন মুসকান জুবেরীকে কেন্দ্র করেই এই সিরিজ। এই রহস্যময়ী রূপবতীর জাদুতে মন্ত্রমুগ্ধ গোটা দুই বাংলা। এই প্রথমবার টলিউডের দর্শক দেখল আজমেরী হক বাঁধনকে। সৃজিতের হাত ধরে টলিপাড়ায় পা রাখলেন বাঁধন। এই সিরিজের অন্যতম সেরা প্রাপ্তি তাঁর অভিনয়। এই সিরিজের অপর দুই গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অঞ্জন দত্ত ও অনির্বাণ চক্রবর্তী। 

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর