বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

চলচ্চিত্র প্রদর্শকের উদ্যোগ

শোবিজ প্রতিবেদক

সিনেমা হলে ছবির সংকট কাটাতে নতুন উদ্যোগ নিয়েছে চলচ্চিত্র প্রদর্শক সমিতি। সমিতির প্রধান উপদেষ্টা সুদীপ্ত কুমার দাস জানান, সমিতির পক্ষ থেকে গত ১৬ আগস্ট প্রধানমন্ত্রীর কাছে একটি আবেদনপত্র জমা দেওয়া হয়েছে। এতে ভারতীয় ছবি আমদানির ক্ষেত্রে বিদ্যমান আইনি বাধা অপসারণের নির্দেশনা প্রাপ্তির প্রার্থনা জানানো হয়। আবেদনে বলা হয়, চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক এবং পরিচালক সমিতি ভারতীয় ছবি আমদানির বিষয়ে প্রকাশ্যে তাদের সমর্থন জ্ঞাপন করেছে। আবেদনে আপাতত ৩ বছরের জন্য বছরে ১০টি করে ছবি আমদানির অনুরোধ জানানো হয়। কারণ সিনেমা হল উন্নয়নে সরকার প্রদত্ত ১ হাজার কোটি টাকা ঋণ গ্রহণে সিনেমা হল মালিকরা দোটানায় ভুগছেন। তাঁদের বক্তব্য হলো বর্তমানে দেশে পর্যাপ্ত ও মানসম্মত ছবির অভাবে সিনেমা হলের ব্যবসা টিকিয়ে রাখা সম্ভব হচ্ছে না। এমতাবস্থায় ভারতীয় ছবি আমদানির অনুমতি দিলে এর আকর্ষণে দর্শক সিনেমা হলে ফিরবে। অন্যথায় ঋণের অর্থ পরিশোধ করতে না পেরে অবর্ণনীয় দুর্ভোগে পড়বেন সিনেমা হল মালিকরা।

 

সর্বশেষ খবর