মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

আজ প্রচার হবে ‘ইত্যাদি’

শোবিজ প্রতিবেদক

আজ প্রচার হবে ‘ইত্যাদি’

আজ রাত ৮টার বাংলা সংবাদের পর বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচার হবে অবিভক্ত বাংলার প্রথম জেলা যশোরে ধারণ করা ইত্যাদির একটি নিয়মিত পর্ব। কয়েক হাজার দর্শক নিয়ে ২০১৬ সালের নভেম্বর মাসে যশোর কালেক্টরেট ভবনের সামনে ধারণ করা হয়েছিল ইত্যাদির এই প্রশংসিত পর্বটি। বিষয় বৈচিত্র্যে ভরপুর ‘ইত্যাদি’র এই পর্বে রয়েছে বেশ কয়েকটি সামাজিক, শিক্ষামূলক ও অনুসন্ধানী প্রতিবেদন। ছিল যশোরের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে একটি তথ্যসমৃদ্ধ প্রতিবেদন এবং যশোরের গদখালীর ফুল উৎপাদন ও বাজারজাতকরণের ওপর একটি অনুসন্ধানী প্রতিবেদন। রয়েছে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার একটি শিক্ষক পরিবারের ওপর একটি শিক্ষামূলক প্রতিবেদন। বিদেশি প্রতিবেদন করা হয়েছে ফ্রান্সের প্যালেস অব ভার্সাইয়ের ওপর। একসময় যেখানে মহাকবি মাইকেল মধুসূদন দত্ত অবস্থান করেছেন। এবারের ইত্যাদিতে যশোরেরই সন্তান কবি ড. মোহাম্মদ মনিরুজ্জামানের লেখা একটি গানে কণ্ঠ দিয়েছিলেন মোহাম্মদ আবদুল জব্বার। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর