বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

লাকি থার্টিন-এর প্রথম নাটক ‘বাজান’

শোবিজ প্রতিবেদক

লাকি থার্টিন-এর প্রথম নাটক ‘বাজান’

কথাসাহিত্যিক ইকবাল খন্দকারের লেখা ১৩টি বই থেকে ১৩টি নাটক নির্মিত হচ্ছে ‘লাকি থার্টিন’ প্রজেক্টের ব্যানারে। আর নাটকগুলো নির্মাণ করছেন চলচ্চিত্র ও নাট্য পরিচালক মনজুরুল হক মনজু। সম্প্রতি নির্মিত হলো এই প্রজেক্টের প্রথম নাটক ‘বাজান’। নাটকটির নাম-ভূমিকায় অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শতাব্দী ওয়াদুদ। আর তাঁর স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন শারমীন জোহা শশী। এ ছাড়া নাটকটির গুরুত্বপূর্ণ একটি চরিত্রে রূপদান করেছেন জয়রাজ। ইকবাল খন্দকার বলেন, ‘মর্মস্পর্শী একটি গল্প নিয়ে লেখা আমার ‘বাজান’ উপন্যাসটি। যা পাঠকের চোখ ভিজিয়েছে। আমার বিশ্বাস, এবার দর্শকের চোখও ভিজবে।’ নির্মাতা মনজুরুল হক মনজু বলেন, ‘গ্রামীণ পটভূমির গল্প এটি। তাই চেষ্টা করেছি নির্মাণে সেই আমেজটা পুরোপুরি রাখতে। আর চেষ্টা করেছি, গল্পের সবটুকু আবেগ এবং আবেদন ক্যামেরার মাধ্যমে জীবন্ত করে তুলতে। কতটুকু সফল হয়েছি, সে বিচারের ভার দর্শকের ওপর।’ ছোঁয়া মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত ‘বাজান’ নাটকটি প্রচার হবে একটি বেসরকারি টিভি চ্যানেলে।

সর্বশেষ খবর