সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

সেপ্টেম্বর ব্যান্ডের ‘ক্যালেইডোস্কোপ’

শোবিজ প্রতিবেদক

সেপ্টেম্বর ব্যান্ডের ‘ক্যালেইডোস্কোপ’

২০১০ সালে প্রতিষ্ঠিত রক ব্যান্ড ‘সেপ্টেম্বর’ গত বছর প্রকাশ করে তাদের দুটি মৌলিক গান ‘বহুদূরে’ এবং ‘নতুন সূর্য’। গানটির মিউজিক ভিডিও প্রকাশ পেতে যাচ্ছে ১ অক্টোবর। ব্যান্ডটির ড্রামার ও ফাউন্ডার মেম্বার জিহাদের তত্ত্বাবধানে বতর্মান ব্যান্ডটিতে গিটারিস্ট-ভোকালে আছেন জাইবস, অন্য গিটারে আছেন লাবিব, বেজ গিটারে আছেন অহিন। গান নিয়ে ব্যান্ডটির লিড গিটারিস্ট এবং ভোকাল জাইবস বলেন, ‘এ গানটি  মূলত একটি ছেলের, তার অতীত ভুলে নিজেকে পুনরায় চিনতে পারার গল্প। আমাদের চারপাশের অনেকের জীবনে এমন কিছু স্মৃতি থাকে, যা সে সব সময় ভুলে যেতে চায়, কিন্তু পারে না। বরং সময়ের পরিক্রমায় সেই স্মৃতিকেই আলিঙ্গন করে বাঁচতে শিখে যায়। এরপর তাকে আর কেউ ভাঙতে পারে না, কারণ তত দিনে সে নিজের  মতো করে বেঁচে থাকার মূলমন্ত্রটা জেনে ফেলে। এ অতীত স্মৃতি এবং বর্তমানের মধ্যে যে দোটানা, তাই নিয়েই এ গান ‘ক্যালেইডোস্কোপ’। মিউজিক ভিডিওতে ছেলেটিকে হিটম্যান চরিত্রে দেখা যাবে।’

 

সর্বশেষ খবর