রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

পাঁচ বছর উপলক্ষে পাঁচ চমক!

শোবিজ প্রতিবেদক

পাঁচ বছর উপলক্ষে পাঁচ চমক!

ভারতীয় ওটিটি হইচই পাঁচ বছরে পা রেখেছে। এ উপলক্ষে সামনে পাঁচটি নতুন সিরিজ নিয়ে দর্শকের সামনে হাজির হচ্ছে এ প্ল্যাটফরম। বাংলাদেশ থেকে পাঁচজন সেরা নির্মাতাকে দিয়ে এ পাঁচটি নতুন অরিজিনাল সিরিজ নির্মিত হচ্ছে। চঞ্চল চৌধুরী ও সোহেল মন্ডল জুটিকে নিয়ে শঙ্খ দাসগুপ্তের পরিচালনায় নির্মিত হচ্ছে ‘বলি’। প্রাচীন এক লোককাহিনির (সোহরাব-রুস্তম) ছায়া অবলম্বনে নির্মিত হচ্ছে এ অ্যাকশন-থ্রিলারধর্মী সিরিজটি। তানিম নূরের পরিচালনায় একজন ভিডিও গেমে আসক্ত ডিটেকটিভ গল্প নিয়ে নির্মিত হবে ‘কাইজার’। আরেকটি সিরিজ হচ্ছে- অমিতাভ রেজা চৌধুরীর বিশেষ নির্মাণে একজন অবসরপ্রাপ্ত বিচারপতির বোধের জাগরণ এবং বিবেকের দংশন নিয়ে ‘বোধ’। সৈয়দ আহমেদ শাওকির নতুন ন্যারেটিভ থ্রিলার সিরিজ ‘কারাগার’। ২০০ বছর ধরে বন্দী এক কয়েদিকে নিয়ে গল্পটি এগিয়েছে। এদিকে দুই নারীকে কেন্দ্র করে শিহরণ জাগানো গল্প ‘সাবরিনা’ নিয়ে হাজির হচ্ছেন আশফাক নিপুণ। হইচই-এর বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার শাকিব আর খান জানান, হইচই পঞ্চম বর্ষে পা দিয়েছে।  সেই আয়োজনকে রাঙাতে দেশের জনপ্রিয় পাঁচজন নির্মাতার পরিচালনায় নতুন পাঁচটি সিরিজ আসছে।’

সর্বশেষ খবর