সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

বিব্রত চম্পা

শোবিজ প্রতিবেদক

বিব্রত চম্পা

ফেসবুক ফেইক আইডি নিয়ে চরম বিব্রতকর অবস্থায় পড়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী চম্পা। তিনি উদ্বেগ জানিয়ে বলেন, আমার কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই। অথচ কে বা কারা দীর্ঘদিন ধরে আমার নামে ফেসবুক অ্যাকাউন্ট খুলে দিব্যি তা চালিয়ে যাচ্ছে। এটি অবশ্যই একটি প্রতারণা এবং অপরাধ। এমন প্রতারণায় আমি বিব্রত ও উদ্বিগ্ন। যখন দেখলাম ওই ফেইক আইডিতে আমার নামে নানা প্রচার-প্রচারণা, ছবি পোস্টের পাশাপাশি একসময় দেশবিরোধী কথাবার্তা লেখা হচ্ছে তখন আতঙ্কিত হয়ে থানায় জিডি করলাম। সত্যি কথা বলতে শুধু আমার নয়, অনেক তারকার নামেই এ ধরনের ভুয়া আইডি খুলে তাঁদের খ্যাতিকে ব্যবহার করে একটি দুষ্টচক্র নানা অপরাধ সংঘটিত করে আসছে। তারা আমাদের পরিচ্ছন্ন জীবনযাপনকে বাধাগ্রস্ত করছে। এদের অবশ্যই আইনের আওতায় আনা উচিত। না হলে এ ধরনের অপরাধ বাড়তেই থাকবে এবং তারকাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর