শুক্রবার, ১ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

আজ শুরু গঙ্গা যমুনা সাংস্কৃতিক উৎসব

শোবিজ প্রতিবেদক

আজ শুরু গঙ্গা যমুনা সাংস্কৃতিক উৎসব

নাটক ভাগের মানুষ

স্বাধীনতার ৫০ বছরের প্রাক্কালে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আজ শুরু হচ্ছে ১২ দিনব্যাপী ‘গঙ্গা যমুনা সাংস্কৃতিক উৎসব ২০২১’। বঙ্গবন্ধুকে উৎসর্গ করে আয়োজিত এই উৎসব। পাঁচটি মিলনায়তনে অনুষ্ঠিত হবে উৎসবটি। ১৪০টি সংগঠনের সাড়ে তিন হাজার শিল্পী-কলাকুশলীর অংশগ্রহণে এবারের উৎসব উদযাপিত হবে। আজ জাতীয় নাট্যশালা মিলনায়তনে উৎসবের উদ্বোধন করবেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক সুজেয় শ্যাম। প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। অতিথি হিসেবে বক্তব্য রাখবেন নাট্যজন আসাদুজ্জামান নূর, রামেন্দু মজুমদার, আতাউর রহমান, মামুনুর রশীদ, নাসির উদ্দীন ইউসুফ এবং লিয়াকত আলী লাকী। সভাপতিত্ব করবেন উৎসব পর্ষদের আহ্‌বায়ক সাংস্কৃতিক ব্যক্তিত্ব গোলাম কুদ্দুস এবং স্বাগত বক্তব্য রাখবেন সদস্য সচিব আকতারুজ্জামান। উপস্থিত থাকবেন উৎসবের অর্থ উপ-পরিষদের আহ্‌বায়ক আহমেদ গিয়াস, উদযাপন পর্ষদের সদস্য খোরশেদুল আলম, মানজার চৌধুরী সুইটসহ বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিরা। উদ্বোধনী সন্ধ্যায় মূল হলে মঞ্চস্থ হবে থিয়েটারের ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’, পরীক্ষণ থিয়েটার হলে আরণ্যকের ‘কহে ফেসবুক’ এবং স্টুডিও থিয়েটার হলে জেলা শিল্পকলা একাডেমি, ঢাকার ‘জনকের মৃত্যু নেই’ মঞ্চায়িত হবে। এদিকে ২ অক্টোবর সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে সময় নাট্যদলের ‘ভাগের মানুষ’। সা’দত হাসান মান্টোর ছোট গল্প ‘টোবাটেক সিং’ অবলম্বনে নাটকটির নাট্যরূপে মান্নান হীরা ও নির্দেশনায় আলী যাকের। অভিনয়ে পাভেল ইসলাম, আকতারুজ্জামান, জুয়েল, লাভলী, সুনিতা বড়ুয়া প্রমুখ।

সর্বশেষ খবর