শনিবার, ২ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

সংগীত সম্মেলন ‘ওম্যাক্স’-এ সুমি

শোবিজ প্রতিবেদক

সংগীত সম্মেলন ‘ওম্যাক্স’-এ সুমি

পর্তুগালের পোর্তো শহরে ২৭ অক্টোবর থেকে ৩১ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বের অন্যতম বৃহত্তম সংগীত সম্মেলন ওম্যাক্স (ওয়ার্ল্ডওয়াইড মিউজিক এক্সপো)। বাংলাদেশের পক্ষ থেকে সম্মেলনে অংশ নেবেন চিরকুট ব্যান্ডের শারমিন সুলতানা সুমি। এবারই প্রথম অফিশিয়াল আমন্ত্রণ পেলেন বাংলাদেশের কোনো সংগীত ব্যক্তিত্ব। এ প্রসঙ্গে সুমি বলেন, ‘বাংলাদেশের ব্যান্ড হিসেবে চিরকুট দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক নানা আয়োজনে অংশ নিচ্ছে। ২০১৬ সালে টেক্সাসের সাউথ বাই সাউথ ওয়েস্ট ফেস্টিভ্যাল অব অস্টিনে অংশ নিয়েছিলাম আমরা। উৎসবের পরিচালক টড আমাদের পারফরম্যান্স দেখেছেন। তিনি এ বছর ওম্যাক্স ২১-এর জুরি সদস্য। টড আমাকে উৎসবে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।’ তিনি আরও বলেন, ‘প্রতি বছর অক্টোবরে ভিন্ন ভিন্ন দেশে অনুষ্ঠিত হয় এই সম্মেলন। এবার হবে পর্তুগালের পোর্তো শহরে। ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, বিশ্বের ৯০টি দেশের ২৬০ জন সংগীতশিল্পীসহ আড়াই হাজারেরও বেশি সংগীত পেশাদার অংশ নেন এই সম্মেলনে। বিশ্বের বৃহত্তর এই সংগীত উৎসবে খ্যাতিমান সংগীত পেশাদাররা একত্রিত হন, মতবিনিময় করেন। এই উৎসবকে সারা বিশ্বের আন্ডারগ্রাউন্ড, ফোক, রক, জ্যাজ, লোকাল মিউজিকসহ সব ধরনের মিউজিকের বৃহত্তম মার্কেটও বলা হয়ে থাকে। আমি ২০ অক্টোবর সুইজারল্যান্ডে যাব। সেখানে একটা মিটিং আছে। ২৫ তারিখ লিসবনে পৌঁছানোর পরিকল্পনা আছে। সেখান থেকে পোর্তো শহরে যাব ২৬ অক্টোবর।’

সর্বশেষ খবর