শনিবার, ২ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

৫৭ বছরে জেমস

শোবিজ প্রতিবেদক

৫৭ বছরে জেমস

দেশের ব্যান্ড সংগীতে অদ্বিতীয় তারকা জেমস। আশির দশকের শুরু থেকে একুশ শতকে এসেও সুরের মূর্ছনায় মাতাচ্ছেন তিনি। বাংলা ব্যান্ড মিউজিককে প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দেওয়ার পেছনে অসামান্য ভূমিকা রয়েছে এই তারকার। অসংখ্য কালজয়ী গান উপহার দিয়ে নিজেকে নিয়ে গেছেন কিংবদন্তির পর্যায়ে। আজ ৫৭ বছরে পা দেবেন জেমস। তাঁর জন্মদিনে দেশজুড়ে ছড়িয়ে থাকা ভক্তরা করছেন নানা আয়োজন। এর মধ্যে থাকছে দোয়া ও মিলাদ মাহফিল, কেক কেটে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে খাবারের আয়োজন, গান-আড্ডা ইত্যাদি। জানা গেছে, ঢাকার পাশাপাশি খুলনা, যশোর, নরসিংদী, রংপুর, মেহেরপুর, কুড়িগ্রাম, ভোলা, পটুয়াখালীসহ বেশ কিছু জেলায় এই কার্যক্রম চলবে। বিশেষ দিনটিতে বিভিন্ন মসজিদ ও মাদরাসায় জেমসের জন্য দোয়া করা হবে। কিশোরগঞ্জ জেলায় থাকছে দিনব্যাপী বিনামূল্যে রক্ত পরীক্ষার আয়োজন। এসব কর্মকান্ডের উদ্যোগে রয়েছে জেমস অনুরাগীদের গ্রুপ ‘দুষ্টু ছেলের দল’। তারা নিজ উদ্যোগে গড়ে তুলেছে এতিমখানা ও কোরআন শিক্ষা কেন্দ্র।  আজ সেখানকার প্রায় ৪০ জন শিক্ষার্থীকে নিয়ে দোয়া ও মিষ্টিমুখের আয়োজনও থাকছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর