বুধবার, ১৩ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

ঢাকায় বিদেশি শিল্পীদের আগ্রহ বাড়ছে

আলাউদ্দীন মাজিদ

ঢাকায় বিদেশি শিল্পীদের আগ্রহ বাড়ছে

ঢাকার ছবিতে বিদেশি শিল্পীদের কাজ করা নতুন কিছু নয়। এ তালিকায় ছিলেন মিঠুন চক্রবর্তী, জয়াপ্রদা, জয়া বচ্চন, শাবানা আজমী, ভিক্টর ব্যানার্জি, রঞ্জিত মল্লিক, প্রসেনজিৎ, জিৎ, দেব, বনি, ঋতুপর্ণা সেনগুপ্ত, চাঙ্কি পান্ডে,  শ্রাবন্তী, পায়েল, শুভশ্রী, নাদিম, ফয়সাল, পারভীন ববি, রাজ বাব্বর, শশী কাপুর, শর্মিলা ঠাকুর, সব্যসাচী চক্রবর্তী, আশীষ বিদ্যার্থী, পরমব্রত, শিনা চৌহানসহ অনেকে। এ ধারাবাহিকতায় গত ২৬ সেপ্টেম্বর ঢাকায় এলেন কলকাতার কৌশানি, রজতাভ দত্ত, খরাজ মুখার্জি প্রমুখ। তারা কাজ করলেন ‘পিয়া রে’ ছবিতে। এর আগে গত বছরের শেষ দিকে ঢাকার ‘অন্তরাত্মা’ ছবিতে ঢালিউডের নায়কোত্তম শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে কাজ করেন পশ্চিমবঙ্গের দর্শনা বণিক। এর আগে শাকিব খানের সঙ্গে ‘সত্ত্বা’ ছবিতে কাজ করতে ঢাকায় আসেন পাওলি দাম ও ক্যাপ্টেন খান ছবিতে পায়েল মুখোপাধ্যায়। এরপর ‘যদি একদিন’ ছবিতে তাহসানের সঙ্গে কাজ করেন শ্রাবন্তী। ভয়ংকর সুন্দর, হলুদ বনি, ভুবন মাঝি ছবিগুলোয় কাজ করেন পরমব্রত, হৃদয় জুড়ে ছবিতে প্রিয়াঙ্কা সরকার, মনে রেখ ছবিতে বনি সেনগুপ্ত। সব্যসাচী এসেছিলেন ‘গন্ডি’ ছবিতে কাজ করার জন্য। এর আগে শামীম আহমেদ রনির পরিচালনায় ‘লাভ ভেলকি লাগ’ ও ‘ছুটি’ সিনেমায় অভিনয় করেছেন কৌশানি। তার বিপরীতে কাজ করেছেন কলকাতার বনি সেনগুপ্ত। এরও আগে অভিনেতা আলমগীর পরিচালিত ‘একটি সিনেমার গল্প’ ছবিতে অভিনয় করেন ঋতুপর্ণা সেনগুপ্ত। এক কাপ চা, রাঙা বউ, আমি সেই মেয়ে, মেয়েরাও মানুষ, জ্যাম, গাঙচিলসহ ঢাকার অনেক ছবিতে তিনি অভিনয় করেছেন। বিভিন্ন সময় সাক্ষাৎকারে বলেছেন, ঢাকাকে তিনি ভীষণ ভালোবাসেন। সে কারণেই বারবার তিনি ঢাকায় আসেন কাজ করতে। তা ছাড়া ঢাকার আতিথেয়তায় তিনি একে নিজের ঘরবাড়িই মনে করেন। গত দুই বছরে ঢাকার ছবিতে কাজ করেছেন বিদেশি যেসব শিল্পী তারা হলেন-অনন্ত জলিল প্রযোজিত ‘নেত্রী : দ্য লিডার’ ছবিতে দক্ষিণ ভারতীয় সিনেমায় খল-অভিনেতা কবির সিং, প্রদীপ রাওয়াত ও তরুণ অরোরা। এর আগে অনন্তর ছবি ‘দিন দ্য ডে’-তেও অভিনয় করেছেন ইরানি বেশ কয়েকজন শিল্পী। এখন শোনা যাচ্ছে চলতি বছরই ঢাকার কয়েকটি ছবিতে অভিনয় করতে আসছেন শ্রাবন্তী, দেবসহ কয়েকজন শিল্পী। বিদেশি বিশেষ করে ভারতের শিল্পীদের কথায় ভারত-বাংলাদেশ হচ্ছে বন্ধুপ্রতিম দেশ। দুই দেশের ভাষা আর সংস্কৃতি বলতে গেলে একই সুতোয় গাঁথা। বাংলাদেশকে নিজের ঘরবাড়ির দেশ মনে করি বলেই এখানে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করি। তাই বারবার এই অতিথিপরায়ণ দেশটিতে কাজের জন্য ছুটে আসি। তা ছাড়া কলকাতার শিল্পীদের মধ্যে অনেকেরই আদি বা পৈতৃক নিবাস একসময় ছিল বাংলাদেশেই। তাই শেকড়ের টান বলে একটি কথা তো রয়েই যায়।

বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালে প্রথম বিদেশি শিল্পী নিয়ে ছবি নির্মাণ করেন মমতাজ আলী। তার ‘রক্তাক্ত বাংলা’ শিরোনামের ছবিতে অভিনয় করেন ভারতের প্রখ্যাত অভিনেতা বিশ্বজিৎ। ১৯৭৫ সালে মাসুদ পারভেজ সোহেল রানা নির্মাণ করেন ‘এপার ওপার’ ছবিটি। এ ছবির নায়িকা ছিলেন কলকাতার জনপ্রিয় নায়িকা সোমা মুখার্জি। ১৯৭৬ সালে আলমগীর কবির নির্মাণ করেন ‘সূর্যকন্যা’। এতে অভিনয় করেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী জয়শ্রী ও রাজশ্রী। জয়শ্রী পরে ঢাকার সীমানা পেরিয়ে, মোহনা, রূপালী সৈকতে, পুরস্কারসহ বেশ কটি ছবিতে অভিনয় করেন। একই বছর এহতেশাম নির্মাণ করেন ‘বন্দিনী’ ছবিটি। এতে অভিনেত্রী ববিতার বিপরীতে এই নির্মাতা অভিনয় করান তৎকালীন বাংলাদেশের আফগান অ্যাম্বাসেডরের পুত্র ওয়াহিদকে। ১৯৭৬ সালেই যৌথ প্রযোজনার রাজেন তরফদার নির্মিত ‘পালঙ্ক’ ছবিতে অভিনয় করেন কলকাতার প্রখ্যাত অভিনয়শিল্পী উৎপল দত্ত ও সন্ধ্যা রায়। ১৯৭৯ সালে কাজী হায়াৎ নির্মিত ‘দি ফাদার’ ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেন মার্কিন অভিনেতা জন নেপিয়ার এডামস। ১৯৮৪ সালে এহতেশাম নির্মিত ‘দূরদেশ’ ছবিতে অভিনয় করেন ভারতের শশী কাপুর, শর্মিলা ঠাকুর, পারভীন ববি, রাজ বাব্বর, পাকিস্তানের নাদিমসহ অনেকে। নব্বই দশকে শাবানা প্রযোজিত ‘মেয়েরাও মানুষ’ ছবিতে অভিনয় করেন ভারতের চাঙ্কি পান্ডে ও ঋতুপর্ণা। শাবানার ‘আমি সেই মেয়ে’ ছবিতে অভিনয় করেন বলিউডের অভিনেত্রী জয়াপ্রদা, কলকাতার রঞ্জিত মল্লিক, প্রসেনজিৎ, ঋতুপর্ণা, চাঙ্কি পান্ডে প্রমুখ। হেলাল খান প্রযোজিত ‘সাগরিকা’ ছবিতে ঋতুপর্ণা ও ‘আশা আমার আশা’ ছবিতে অভিনয় করেন বলিউডের আয়শা জুলখা। এ ছাড়াও বিদেশি শিল্পী যারা বাংলাদেশের ছবিতে অভিনয় করেছেন সেই তালিকায় আছেন শতাব্দী রায়, বনশ্রী, ঝুমুর গাঙ্গুলী, সুনেত্রা, দেবশ্রী, মুনমুন, আলপনা গোস্বামী, ইন্দ্রানী হালদার, শাবানা আজমী, মমতা কুলকার্নি, ভাগ্যশ্রী, নীলম, মনিকা দেবী, প্রিয়াঙ্কা ত্রিবেদী,  রাবিনা, মিনা, শিবানী, ঋতুপর্ণা, রচনা ব্যানার্জি, শ্রীলেখা মিত্র, মাহিমা, রিংকু ঘোষ, মিত্র যোশী, প্রিয়াঙ্কা সরকার, মধুমিতা, প্রিয়া, রিয়া সেন প্রমুখ।

সর্বশেষ খবর