বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

আবারও ঢাকার মঞ্চে ‘ঊর্ণাজাল’

শোবিজ প্রতিবেদক

ঢাকার মঞ্চে যুক্ত হয়েই প্রথম প্রযোজনায়ই প্রশংসিত হয় বাতিঘর নাট্যদলের নাটক ‘ঊর্ণাজাল’। রচনা ও নির্দেশনায় বাকার বকুল। এটি বাতিঘরের প্রথম পূর্ণাঙ্গ মঞ্চনাটক। আগামী ২১ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় এ নাটকটির ২৮তম প্রদর্শনী হবে জাতীয় নাট্যশালা, বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- সঞ্জয় সরকার মুক্তনীল, খালিদ হাসান রুমি, মনিরুজ্জামান ফিরোজ, সাদ্দাম রহমান, শিশির সরকার, সঞ্জয় হালদার, সঞ্জয় গোস্বামী, স্মরণ বিশ্বাস, সাবরিনা শারমিন, ফয়সাল মাহমুদ, মৃধা অয়োমী, তারানা তাবাস্সুম চেরী, তামিম,  সাবিহা তাসনিম মাসুমা, রাজা আকন, রাজু, সুইটি প্রমুখ। মিউজিকে জনি সেন রুবেল, রুম্মান শারু ও মুহাইমিন অঞ্জন। দলীয় প্রধান মুক্তনীল বলেন, ‘মানুষের সুশিক্ষায় স্থির থাকতে না পারা, অশিক্ষাকে শিক্ষা বলে গ্রহণ করা এবং নিজস্ব সংস্কৃতিকে চিনতে না পারার দৃষ্টিহীনতা নাটকে ঘুরেফিরে এসেছে। বিভিন্ন  ঘটনাপ্রবাহে এগিয়েছে নাটকের কাহিনি।’

সর্বশেষ খবর