শুক্রবার, ১৫ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

নাট্য প্রদর্শনীতে জমজমাট শিল্পকলা

পান্থ আফজাল

নাট্য প্রদর্শনীতে জমজমাট শিল্পকলা

স্বপ্নদলের ‘চিত্রাঙ্গদা’

জমে উঠেছে দেশের সাংস্কৃতিক অঙ্গন। ফলে করোনাকালে বন্ধ থাকা শিল্পকলার মঞ্চ প্রাণ ফিরে পেয়েছে। মঞ্চকর্মীরা এবার দারুণ ব্যস্ত নাটকের মহড়া ও প্রদর্শনী নিয়ে। সম্প্রতি স্বাধীনতার ৫০ বছরের প্রাক্কালে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ১২ দিনব্যাপী শুরু হয় ‘গঙ্গা যমুনা সাংস্কৃতিক উৎসব-২০২১’। রাজধানীর শিল্পকলা একাডেমির পাঁচটি মিলনায়তনে অনুষ্ঠিত হয় এই উৎসব। বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে উৎসবটি কিছুদিন আগে শেষ হয়। শেষ দিনের আয়োজনে ছিল দুটি নাটক। এই দিনে জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে ঢাকা থিয়েটার মঞ্চায়ন করে একটি লৌকিক অথবা অলৌকিক স্টিমার, একই সময় পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চস্থ হয় শব্দ নাট্যচর্চা কেন্দ্রের তৃতীয় একজন। উৎসবে ঢাকা ও ঢাকার বাইরের ৩৬টি নাট্যদলের মোট ৩৬টি মঞ্চনাটক প্রদর্শিত হয়। সব মিলিয়ে ১৪০টি সংগঠনের আনুমানিক সাড়ে তিন হাজার শিল্পী-কলাকুশলীর অংশগ্রহণের মধ্য দিয়ে এবারের ‘গঙ্গা যমুনা সাংস্কৃতিক উৎসব’ উদযাপিত হয়। ১ অক্টোবর জাতীয় নাট্যশালা মিলনায়তনে উৎসবের উদ্বোধন করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক সুজেয় শ্যাম। সভাপতিত্ব করেন উৎসব পর্ষদের আহ্বায়ক সাংস্কৃতিক ব্যক্তিত্ব গোলাম কুদ্দুস। সেদিন উদ্বোধনী সন্ধ্যায় মূল হলে মঞ্চস্থ হয় থিয়েটার প্রযোজনা ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’। রচনা সৈয়দ শামসুল হক ও নির্দেশনায় আবদুল্লাহ আল মামুন। অন্যদিকে পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চস্থ হয় আরণ্যক নাট্যদলের ‘কহে ফেসবুক’। রচনা ও নির্দেশনায় মামুনুর রশীদ। এ ছাড়া স্টুডিও থিয়েটার হলে জেলা শিল্পকলা একাডেমি, ঢাকার প্রযোজনা ‘জনকের মৃত্যু নেই’ মঞ্চস্থ হয়। নাটকটির রচনায় আবদুল হালিম আজিজ এবং নির্দেশনায় স্মরণ সাহা। ২ অক্টোবর শনিবার সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হয় সময় নাট্যদলের জনপ্রিয় নাটক ‘ভাগের মানুষ’। পাকিস্তানের লেখক সা’দত হাসান মান্টোর ছোট গল্প ‘টোবাটেক সিং’ অবলম্বনে ‘ভাগের মানুষ’ নাটকটির নাট্যরূপ দিয়েছেন মান্নান হীরা এবং নির্দেশনায় নাট্যজন আলী যাকের। এটি ‘সময়’-এর ২৬তম প্রযোজনা। এবারের উৎসবে তারুণ্যদীপ্ত ও সম্ভাবনাময় নাটকের দল ‘বাতিঘর’ মঞ্চস্থ করে ভারত-বাংলাদেশ সীমান্ত পরিস্থিতি নিয়ে নাটক। ৯ অক্টোবর সন্ধ্যা ৭টায় শিল্পকলার স্টুডিও থিয়েটার হলে বাতিঘর নাট্যদল প্রদর্শন করে দর্শকনন্দিত ‘র‌্যাডক্লিফ লাইন’। রচনা ও নির্দেশনায় সঞ্চয় সরকার মুক্তনীল। এটি এই নাট্যদলের ২২তম প্রদর্শনী। এদিকে একই দল ২১ তারিখ সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ করবে ‘ঊর্ণাজাল’। রচনা ও নির্দেশনায় বাকার বকুল। এটি বাতিঘরের প্রথম পূর্ণাঙ্গ মঞ্চনাটক। এটি নাটকটির ২৮তম প্রদর্শনী। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সঞ্জয় সরকার মুক্তনীল, খালিদ হাসান রুমি, মনিরুজ্জামান ফিরোজ, সাদ্দাম রহমান, শিশির সরকার, সঞ্জয় হালদার, সঞ্জয় গোস্বামী, স্মরণ বিশ্বাস, সাবরিনা শারমিন, ফয়সাল মাহমুদ, মৃধা অয়োমী, তারানা তাবাসসুম চেরী, তামিম,  সাবিহা তাসনিম মাসুমা, রাজা আকন, রাজু, সুইটিসহ অনেকে। মিউজিকে রয়েছেন রুম্মান শারু আর মুহাইমিন অঞ্জন। এদিকে গঙ্গা যমুনা নাট্য ও সাংস্কৃতিক উৎসবে ১১ অক্টোবর সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির মূল হলে মঞ্চস্থ হয় পদাতিক নাট্য সংসদের মুক্তিযুদ্ধভিত্তিক প্রযোজনা ‘কাল রাত্রি’। লামিসা শিরীনের ‘লোন সারভাইভার’ গল্প অবলম্বনে নাটকটির নাট্যরূপ দিয়েছে তানভীর আহমেদ সিডনী। নির্দেশনায় ওয়াহিদুল ইসলাম। অভিনয়ে শাখাওয়াত হোসেন শিমুল, মো. ইমরান খান, ইকরামুল ইসলাম, চমক তারা, সৈয়দা শামছি আরা সায়কা প্রমুখ। 

গঙ্গা যমুনা উৎসব শেষ হলেও বর্তমানে শিল্পকলা একাডেমির প্রতিটি মহড়া কক্ষ সংস্কৃতিকর্মীদের পদচারণায় মুখরিত। উৎসব শুরুর আগে গত ১৭ সেপ্টেম্বর থেকে নাটক মঞ্চায়ন শুরু হওয়ার পর এখন নিয়মিত নাটক মঞ্চায়নের কেন্দ্রবিন্দু শিল্পকলা একাডেমির প্রতিটি মিলনায়তন। ১৭ সেপ্টেম্বর শুক্রবার একই দিনে একাডেমির জাতীয় নাট্যশালায় দুটি নাটক ঢাকা থিয়েটারের ‘একটি লৌকিক অথবা অলৌকিক স্টিমার’ ও আরণ্যক নাট্যদলের ‘কহে ফেসবুক’ মঞ্চস্থ হয়। পরের দিন ১৮ সেপ্টেম্বর শনিবার জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে হয় বাংলাদেশ পুলিশ নাট্যদলের ‘অভিশপ্ত আগস্ট’ নাটকের দুই দিনের মঞ্চায়ন। আর ২২ সেপ্টেম্বর জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চায়ন হয় এম্পটি স্পেস থিয়েটার প্রযোজিত নাটক ‘এ নিউ টেস্টামেন্ট অব রোমিও অ্যান্ড জুলিয়েট’। এটি ছিল দলটির প্রথম প্রযোজনার সপ্তম মঞ্চায়ন। একই সময়ে স্টুডিও থিয়েটার হলে মঞ্চায়ন হয় ব-নাটুয়ার নাটক ‘মাইক মাস্টার’। এদিকে প্রায় দুই বছর পর ২ অক্টোবর প্রাচ্যনাটের ‘সার্কাস সার্কাস’ নাটকটি মঞ্চস্থ হয়। জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে সন্ধ্যা ৭টায় নাটকটি পরিবেশন করে প্রাচ্যনাট। সেদিন নাটকটির ১০৩তম প্রদর্শনী হয়। এটি লিখেছেন ও নির্দেশনা দিয়েছেন আজাদ আবুল কালাম। আট বছর পর মঞ্চে আবার ‘ঘুম নেই’ নিয়ে আসে মহাকাল নাট্য সম্প্রদায়। এটি ৩ অক্টোবর সন্ধ্যায় প্রদর্শিত হয়। ৯ অক্টোবর সন্ধ্যা ৭টায় লোক নাট্যদলের ‘আমরা তিনজন’ মঞ্চস্থ হয়। নির্দেশনা দিয়েছেন লিয়াকত আলী লাকী। নাটকে মোট আটটি চরিত্র। রাজধানীর বেইলি রোডের মহিলা সমিতির মিলনায়তনে মঞ্চায়ন হয় ‘সোহোতে মার্ক্স’। নির্দেশনা দিয়েছেন নায়লা আজাদ। ৮ আর ৯ অক্টোবর দুটো করে শো মোট চারটি প্রদর্শনী হয় বিকাল ৫টায় আর সন্ধ্যা সাড়ে ৭টায়। আগামী ১৬ অক্টোবর সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত এবং জাহিদ রিপন নির্দেশিত কাব্যনাটক ‘চিত্রাঙ্গদা’ মঞ্চস্থ হবে।

সর্বশেষ খবর