সোমবার, ২৫ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

ইত্যাদি এবার সোনারগাঁয়

শোবিজ প্রতিবেদক

ইত্যাদি এবার সোনারগাঁয়

 ইত্যাদির এবারের পর্ব ধারণ করা হয়েছে নারায়ণগঞ্জের ঐতিহাসিক উপজেলা সোনারগাঁয়। ১৪ অক্টোবর বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন প্রাঙ্গণে অবস্থিত মুঘল শাসক ঈশা খাঁর স্মৃতিবিজড়িত বড় সর্দারবাড়ির সামনে স্বাস্থ্যবিধি মেনে সীমিতসংখ্যক দর্শক নিয়ে সুশৃঙ্খলভাবে ধারণ করা হয় এবারের ইত্যাদি। আমন্ত্রিত দর্শকসহ সবার স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনায় রেখে অত্যাবশ্যকীয়ভাবে নিশ্চিত করা হয় সব দর্শকের মাস্ক ব্যবহার। এবারের অনুষ্ঠানে গান রয়েছে দুটি। অস্তিত্বের টানে মানুষের নিজের শিকড় খোঁজার ওপর রচিত একটি গান গেয়েছেন স্ব স্ব ক্ষেত্রে দুই ধারার দুই সফল শিল্পী কুমার বিশ^জিৎ ও চিশতী বাউল। গানটির কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান, সুর ও সংগীতায়োজন করেছেন ইবরার টিপু। সোনারগাঁর ইতিহাসগাথা ও কৃষ্টিকথা নিয়ে মনিরুজ্জামান পলাশের লেখা আরেকটি পরিচিতিমূলক গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেছেন স্থানীয় অর্ধশতাধিক নৃত্যশিল্পী। ইত্যাদির এ পর্বটি ২৯ অক্টোবর রাত ৮টার বাংলা সংবাদের পর প্রচার হবে শুধু বিটিভি ওয়ার্ল্ডে। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর