বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

শহরতলীর ১৭ বছরে কনসার্ট

শোবিজ প্রতিবেদক

শহরতলীর ১৭ বছরে কনসার্ট

১৭ বছরে পা দিয়েছে বাংলাদেশের একমাত্র থিয়েট্রিক্যাল রকব্যান্ড ‘শহরতলী’। ৬ অক্টোবর ছিল ব্যান্ডটির জন্মদিন। আর এ উপলক্ষে ২৯ অক্টোবর মুক্তিযুদ্ধ জাদুঘর অডিটোরিয়ামে দর্শনীর বিনিময়ে একক কনসার্টের আয়োজন করেছে ব্যান্ডটি। ‘শহরতলীর মুক্তি’ শিরোনামে এই কনসার্টে সহযোগী হিসেবে রয়েছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ জাদুঘর। এদিন ব্যান্ডটি তাদের নতুন একটি গানও প্রকাশ করবে। ‘শহরতলী’র বেজিস্ট রাজীব বলেন, ‘১৭ বছর উপলক্ষেই আমাদের এই কনসার্ট। এদিন উপহার দিতে যাচ্ছি তৃতীয় অ্যালবাম ‘এখন এখানে’র চতুর্থ গান ‘মুক্তি’। এ গানের চরিত্রটির নাম অমল কান্তি, যে মূলত একজন মুক্তচিন্তার মানুষ।’ এই গানটিও মিউজিক ভিডিও আকারে প্রকাশ করছে ব্যান্ডটি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর