রবিবার, ৩১ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

৭৫ বসন্তে আমাদের বাকের ভাই

পান্থ আফজাল

৭৫ বসন্তে আমাদের বাকের ভাই

নব্বই দশকে হুমায়ূন আহমেদের ‘কোথাও কেউ নেই’ ধারাবাহিক নাটকে ‘বাকের ভাই’ চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান আসাদুজ্জামান নূর। বহুমুখী প্রতিভায় বিদগ্ধ এই গুণী নাট্যজন। একজন তুখোড় অভিনয়শিল্পীর পাশাপাশি নিজেকে ঋদ্ধ করেছেন নির্দেশক, আবৃত্তিশিল্পী, সংগঠক ও রাজনীতিবিদ হিসেবে। আজ এই গুণীজন বর্ণাঢ্য ৭৫ বসন্তে উপনীত। বরেণ্য এই মিডিয়া ও রাজনৈতিক ব্যক্তিত্ব ১৯৪৬ সালের এই দিনে নীলফামারী জেলায় জন্মগ্রহণ করেন। জন্মদিন উদযাপন নিয়ে তিনি বলেন, ‘আমাদের ছোটবেলায় জন্মদিনে কোনো আয়োজন হতো না। তাই এতদিন ধরে আমি জন্মদিনের আয়োজনটা এড়িয়ে গেছি। তবে এবার আর পারছি না। যদিও নিজে কিছু করছি না।’ জানা যায়, আজ আসাদুজ্জামান নূর জয়ন্তী উদযাপন জাতীয় কমিটির আয়োজনে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় সন্ধ্যা সাড়ে ৬টায় উদযাপিত হবে এই নাট্যজনের ৭৫তম জন্মদিন। সেখানে উপস্থিত থাকবেন আহকাম উল্লাহ, গোলাম কুদ্দুছ, অনুপম সেনসহ তাঁর কাছের মানুষ ও শুভাকাক্সক্ষীজন। টিভি অঙ্গনের প্রচন্ড মেধাবী এ অভিনেতা কখনো ‘এই সব দিনরাত্রি’র শফিক, কখনো ‘অয়োময়’র ছোট মীর্জা, কখনোবা ‘নক্ষত্রের রাত’ নাটকে হাসান, কখনোবা ‘সবুজ ছায়ার’ ডাক্তার চরিত্রে অভিনয় করে অগণিত দর্শক-শুভাকাক্সক্ষীর প্রশংসা ও ভালোবাসা কুড়িয়েছেন। তবে কিংবদন্তি হয়ে আছেন ‘কোথাও কেউ নেই’ নাটকের সেই বাকের ভাই চরিত্রে অনবদ্য অভিনয়ের জন্য। প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের রচনা ও পরিচালনায় ‘আগুনের পরশমণি’ চলচ্চিত্রে কাজ করেও নিজেকে সুউচ্চতায় নিয়ে গিয়েছিলেন আসাদুজ্জামান নূর। তিনি ১১০টিরও বেশি টেলিভিশন চলচ্চিত্র ও ধারাবাহিকে অভিনয় করেছেন। ১৯৭২ সালে দেশের প্রথম সারির থিয়েটার সংগঠন নাগরিক নাট্য সম্প্রদায়ের হয়ে বহুদিন ধরে কাজ করে আসছেন তিনি। এই নাট্যদলের ১৫টি নাটকে তিনি ৬০০ বারের বেশি অভিনয় করেছেন।  দলটির দুটি নাটকের নির্দেশনাও দিয়েছেন নূর। বিদেশি একটি নাটকের অনুবাদ করেছিলেন তিনি।

সর্বশেষ খবর