রবিবার, ৩১ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

সম্প্রীতি রক্ষায় রাজপথে শিল্পী-কুশলীরা

শোবিজ প্রতিবেদক

সম্প্রীতি রক্ষায় রাজপথে শিল্পী-কুশলীরা

সাম্প্রতিক সময়ে সম্প্রীতি হামলা তথা মানুষের মধ্যে সম্প্রীতি বিনষ্টের প্রতিবাদে শনিবার সকাল ১০টা রাজপথে ছিলেন নাটক, সিনেমা ও সংগীতের শিল্পী-কুশলীরা। টিভি সংশ্লিষ্ট ১৪টি সংগঠনের জোট ফেডারেশন অব টেলিভিশন প্রফেশনালস অর্গানাইজেশন (এফটিপিও) এই প্রতিবাদের উদ্যোগ নিয়েছে। সংগঠনটির চেয়ারম্যান নাট্যজন মামুনুর রশীদ জানান, ‘ঐতিহ্য ও কৃষ্টির এই দেশে, থাকি সবাই মিলেমিশে’-এই স্লোগান নিয়ে সমাবেশের আয়োজন করেছেন তারা। সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত জাতীয় সংসদের সামনে (মানিক মিয়া এভিনিউ) এই সমাবেশ অনুষ্ঠিত হয়। মামুনুর রশীদ আহ্‌বান করেন, শিল্পী-কুশলীদের পাশাপাশি এই সমাবেশে সব ধর্ম-বর্ণের মানুষরাই যেন অংশ নেন। তিনি বলেন, ‘বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র। কিন্তু এই দেশটিকে চারপাশ থেকে কলুষিত করার একটা চেষ্টা চলছে। আমার মনে হচ্ছে, সেই অপচেষ্টা সম্মিলিতভাবে আমাদের প্রতিহত করতে হবে। সেই লক্ষ্যেই এই সমাবেশের ডাক।’

সর্বশেষ খবর