বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

স্টেজ শোতে ফিরছেন শিল্পীরা

আলী আফতাব

স্টেজ শোতে ফিরছেন শিল্পীরা

কুমার বিশ্বজিৎ

আস্তে আস্তে শীতের আমেজ লাগতে শুরু করেছে প্রকৃতিতে। করোনার কারণে প্রায় দুই শীত মৌসুম ঘরেই কাটাতে হয়েছে সংগীতশিল্পীদের। অনেক শিল্পী অনলাইনে যোগ দিয়েছিলেন বিভিন্ন গানের অনুষ্ঠানে। কিন্তু শিল্পীদের প্রাণের জায়গা স্টেজে ফেরা হয়নি অনেক দিন। মধ্যে কিছু সময়ের জন্য শো শুরু হলেও বারবার করোনা পরিস্থিতির অবনতি ও লকডাউনের পর তা থেমে যায়। এদিকে দেশ-বিদেশে স্টেজে ব্যস্ত শিল্পী-মিউজিশিয়ানরাও পড়ে যান বিপাকে। শুধু তাই নয়, লকডাউনের প্রভাবে অনেক শিল্পী-মিউজিশিয়ান পেশা বদলাতেও বাধ্য হন। প্রিয় পেশা এবং ঢাকা ছেড়ে গ্রামে স্থায়ী হওয়ার কঠিন সিদ্ধান্ত নেন। এভাবেই দুই বছরে হারিয়ে গেছেন স্টেজের অনেক নিয়মিত শিল্পী, মিউজিশিয়ান, ছোট ছোট সংগীতের দল-সংগঠন। মহামারীতে আর্থিক অনটনের ফলে চিন্তার ভাঁজ পড়েছে কমবেশি সব শিল্পী-মিউজিশিয়ানের মধ্যে। অনিশ্চিত একটি সময়ের দেখা পেয়েছেন তাঁরা।

জেমস

এখন করোনা পরিস্থিতির বেশ উন্নতি হয়েছে। সুখবর হলো, এরই মধ্যে শিল্পী-মিউজিশিয়ানরা ফিরতে শুরু করেছেন স্টেজে। করোনা পরিস্থিতির উন্নতির পাশাপাশি সামনেই শীতের মৌসুম হওয়ায় স্টেজের শিল্পীরা আশার আলো দেখছেন। ইনডোরেই আয়োজন হচ্ছে এসব শো। তবে শিল্পী-মিউজিশিয়ানরা চান ওপেন এয়ার কনসার্টেরও অনুমোদন দেওয়া হোক। কারণ প্রতিটি সেক্টরের কাজই স্বাভাবিক গতিতে চলছে। তাই শিল্পীরাও চান স্বাভাবিক ছন্দে ফিরতে। করোনাভাইরাস মহামারীর ফাঁদে আট মাসের বিরতি ভেঙে কনসার্টের মঞ্চে ফিরছেন দেশের কিংবদন্তি ব্যান্ড তারকা জেমস। ১২ নভেম্বর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে কনসার্ট ‘নভেম্বর রেইন’। রবিন ঠাকুর বলেন, ‘তিনি ফিরছেন। ১২ নভেম্বর কনসার্টে গাইবেন তিনি। বিষয়টি নিশ্চিত।’ রবিন ঠাকুর আরও বলেন, ‘আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত একটানা কনসার্টে থাকবেন জেমস। ইতিমধ্যেই সব চূড়ান্ত হয়েছে। ডেটগুলো লক করা হয়েছে। আশা করছি, সব ঠিক থাকলে জেমস নিয়মিত কনসার্ট করবেন।’

আঁখি আলমগীর

এরই মধ্যে গানের মঞ্চে ফিরেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ। আজ সাভার ক্যান্টনমেন্টে গান পরিবেশন করবেন এই কণ্ঠশিল্পী। স্টেজে গান করার পাশাপাশি নতুন নতুন গান রেকর্ডিং নিয়েও ব্যস্ত এই শিল্পী। অন্যদিকে এ মাসের ১১, ১৫ ও ২২ তারিখে ঢাকার বিভিন্ন জায়গায় গান পরিবেশন করবেন আঁখি আলমগীর। আগামী মাসেও বেশ কিছু স্টেজ শো আছে বলে জানান এই শিল্পী। তিনি বলেন, ‘অনেকটা সময় পর স্টেজে ফিরতে পেরে ভালো লাগছে আমার। স্টেজটা হলো একটা শিল্পীর প্রাণের জায়গা।’

শিরোনামহীন

এদিকে প্রায় অর্ধশত কনসার্ট নিয়ে মঞ্চে ফিরেছেন শিরোনামহীন ব্যান্ড। ব্যান্ডের দলনেতা ও বেজবাদক জিয়াউর রহমান জিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। জিয়া বলেন, ‘করোনার দুঃসময়কে পেছনে ফেলে আবারও মঞ্চে উঠে শ্রোতাদের সামনে গান করতে পারছি ভেবে ভালো লাগছে। গত ৩০ সেপ্টেম্বর রংপুর মেডিকেল দিয়ে করোনার পর আমরা কনসার্টে ফিরেছি। এরই মধ্যে চারটি কনসার্ট করেছি। রবিবার ময়মনসিংহে গান করেছি। বর্তমানে আমাদের হাতে ৪৩টি কনসার্টের অফার রয়েছে।  এগুলো দেশের বিভিন্ন অঞ্চলের। এর মধ্যে রয়েছে- ঢাকা, খুলনা, জয়পুরহাট, পাবনা, গোপালগঞ্জ, বরিশাল, নরসিংদী, গাজীপুর, সাভার প্রভৃতি অঞ্চল। এদের মধ্যে যাদের সঙ্গে আমাদের মিলবে তাদের কনসার্টগুলো সময়সাপেক্ষে আমরা করব।’ অন্যদিকে দেশের ভিতর শো শুরু করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী রবি চৌধুরী,  দিলশাদ নাহার কণা, প্রতীক হাসান, ইমরান মাহমুদুল, মৌসুমী আক্তার সালমা, ঝিলিক, লুইপা, ঐশী, কর্ণিয়া, কামরুজ্জামান রাব্বীসহ অনেকেই। বিষয়টি নিয়ে রবি চৌধুরী বলেন, অনেক দিন পর শো করলাম চট্টগ্রাম অফিসার্স ক্লাবে। এভাবেই যেন শোগুলো নিয়মিত হয় সেটাই চাওয়া।  এদিকে সংগীতশিল্পী কণা বলেন, ‘স্টেজ শো একজন শিল্পীর প্রকৃত জায়গা।  মন খুলে গাওয়ার ও শ্রোতাদের ভালোবাসা সরাসরি পাওয়ার মাধ্যম। শো ইনডোরে শুরু করেছি।’

সর্বশেষ খবর