শিরোনাম
বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১ ০০:০০ টা
টুকরো খবর

মহসিনার ‘স্পর্ধা’

শোবিজ প্রতিবেদক

মহসিনার ‘স্পর্ধা’

দর্শকের দোরগোড়ায় থিয়েটার পৌঁছে দেওয়ার অদম্য ইচ্ছায় ‘স্পর্ধা : ইন্ডিপেন্ডেন্ট থিয়েটার কালেক্টিভ’ তাদের তৃতীয় প্রযোজনা ‘বিস্ময়কর সবকিছু’ আগামীকাল সন্ধ্যা ৭টায় গুলশান-২-এ উদ্বোধনী প্রদর্শনী উপস্থাপন করতে যাচ্ছে। ব্রিটিশ নাট্যকার ডানকান ম্যাকমিলান রচিত ‘এভরি ব্রিলিয়্যান্ট থিং’ নাটকের অনুবাদ, পরিকল্পনা ও নির্দেশনা দিয়েছেন সৈয়দ জামিল আহমেদ। নাটকটিতে অভিনয় করেছেন মহসিনা আক্তার। যিনি ইতিমধ্যেই জামিল আহমেদের নির্দেশনায় ‘রেজওয়ান’ এবং ‘৪.৪৮ মন্ত্রাস’-এ প্রধান চরিত্রে অভিনয় করে দর্শক মুগ্ধতা কেড়েছেন। এদিকে ‘বিস্ময়কর সবকিছু’র প্রযোজনা অধিকর্তার দায়িত্বে রয়েছেন মো. সোহেল রানা। মঞ্চায়ন প্রসঙ্গে মহসিনা বলেন, ‘যানজটের শহর ঢাকায় নাটক দেখতে যাওয়া বিড়ম্বনা। এ কারণে এ নাটকটি কোনো অভিনয়যোগ্য স্টুডিও, কনফারেন্স সেন্টার বা অন্য কোনো ঘরে উপস্থাপন করার পরিকল্পনা করে নির্মিত।’  আগামী ৬, ১২, ১৩, ১৯, ২০, ২৬ ও ২৭ নভেম্বর সন্ধ্যা ৭টায় নাটকটির আরও সাতটি প্রদর্শনী গুলশান-২, বারিধারা এবং উত্তরায় উপস্থাপিত হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর