শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

মঞ্চে ফিরছেন সিনিয়র শিল্পীরা

মঞ্চে ফিরছেন সিনিয়র শিল্পীরা

শিমূল ইউসুফ

নানা ব্যস্ততায় মঞ্চ থেকে দূরে থাকলেও মঞ্চই তাদের প্রাণ। তাই তো সময় ও ব্যস্ততা উপেক্ষা করে মঞ্চ আলোকিত করতে হঠাৎ করেই হাজির হন তারা। তাদের মঞ্চে আবির্ভাবে রোমহর্ষে জেগে ওঠেন দর্শক। লিখেছেন- পান্থ আফজাল

 

৩২টি চরিত্রেবিনোদিনী মঞ্চকুসুম শিমূল ইউসুফ

শারীরিক অসুস্থতা কাটিয়ে দীর্ঘ এক বছর পর সাড়া জাগানো নাটক ‘বিনোদিনী’ মঞ্চায়নের মাধ্যমে ফিরেছেন মঞ্চকুসুম শিমূল ইউসুফ। ২৯ অক্টোবর সন্ধ্যা ৭টায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় ‘বিনোদিনী’তে ৩২টি একক চরিত্রে অভিনয় করে দর্শককে মোহাবিষ্ট করে রাখেন এই নাট্যজন। ঢাকা থিয়েটারের ‘বিনোদিনী’র নাট্যরূপ দিয়েছেন সাইমন জাকারিয়া। নির্দেশনায় নাসিরউদ্দিন ইউসুফ। মুখবন্ধ সেলিম আল দীন।

 

বাঁ থেকে মাসুম রেজা, আফজাল হোসেন আজিজুল হাকিম

পেন্ডুলাম নিয়ে ২৫ বছর পর মঞ্চে আফজাল হোসেন

দীর্ঘ ২৫ বছর পর ‘পেন্ডুলাম’ নিয়ে মঞ্চে ফিরছেন অভিনেতা-নির্দেশক আফজাল হোসেন। ঢাকা থিয়েটার ও দেশ নাটকের যৌথ প্রযোজনায় ‘পেন্ডুলাম’ নাটকটি। নাটকটি লিখেছেন মাসুম রেজা, নির্দেশনায় রয়েছেন নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু। মাসুম রেজা জানান, ‘নাটকটির মহড়া চলছে এখন। মঞ্চে আফজাল হোসেনের সঙ্গে দেখা যাবে নাজনীন হাসান চুমকি ও কামাল আহমেদকে। ২৪ ডিসেম্বর মঞ্চায়নের প্রত্যাশা। তা না হলে জানুয়ারির প্রথম সপ্তাহে হবে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন। পর পর চারটি শো হবে।’

 

ফেরদৌসী মজুমদার

অপ্রতিদ্ধন্ধী মঞ্চাভিনেত্রী ফেরদৌসী মজুমদার

যার নানামাত্রিক চরিত্রের অভিনয়ে সবাই বুঁদ হয়ে থাকেন তিনি নাট্যজন ফেরদৌসী মজুমদার। টিভি নাটকে তিনি হুরমতি হিসেবে সবার কাছে সুপরিচিত। যিনি ধুরন্ধর রমজানের (হুমায়ুন ফরীদি) কান কেটেছিলেন। তবে তিনি মঞ্চে একক নাটক ‘কোকিলারা’র জন্য সর্বজনবিদিত। এবার তিনি থিয়েটার প্রযোজনা ‘মুক্তি’ নিয়ে হাজির হচ্ছেন। লি ব্লেসিং-এর মূল ভাবনা, মিজারুল কায়েসের ভাবানুবাদ ও ত্রপা মজুমদারের নির্দেশনায় ‘মুক্তি’ নাটকটির শততম মঞ্চায়ন হবে আজ সন্ধ্যা ৭টায় শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে। এদিন মুক্তি ‘নাট্যগ্রন্থ’ প্রকাশও হবে। নাটকটিতে আরও রয়েছেন প্রিয়মুখ তানভীন সুইটি, তামান্না ইসলাম ও তানজুম আরা পল্লী।

 

কামাল বায়েজীদ

আজিজুল হাকিম, মুনিরা ইউসুফ কামাল বায়েজীদ

করোনার কারণে গেল দুই বছর মঞ্চে অভিনয় করার সুযোগ পাননি সোনালি সময়ের জনপ্রিয় অভিনেতা আজিজুল হাকিম। দীর্ঘদিন পর তিনি ডিসেম্বরের ৩ তারিখে মঞ্চে ফিরছেন। একইভাবে দীর্ঘদিন ধরে অভিনয়ে নেই মুনিরা ইউসুফ মেমী। তিনিও মঞ্চে ফিরছেন কামাল বায়েজীদকে সঙ্গী করে। সব মিলিয়ে মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রযোজনায় ‘জনকের অনন্তযাত্রা’য় অভিনয় করছেন এই তিন প্রিয়মুখ। ঢাকা থিয়েটার, আরণ্যক, থিয়েটার আরামবাগ, দেশ নাটক, প্রাঙ্গণেমোর, পালাকারসহ বেশ কয়েকটি দলের প্রায় ১৭ সদস্য অভিনয় করছেন এ নাটকে। রচনা ও নির্দেশনায় মাসুম রেজা।

 

রোজী সিদ্দিকী

রোজী সিদ্দিকী

পাঁচ নারীর গল্প নিয়ে ঢাকা থিয়েটারের নাটক ‘পঞ্চনারী আখ্যান’। হারুনুর রশীদের রচনা ও শহীদুজ্জামান সেলিমের নির্দেশনায় পাঁচ নারীর চরিত্রে অভিনয় করেছেন দর্শকনন্দিত অভিনেত্রী রোজী সিদ্দিকী। এ পর্যন্ত ৭৬টি শো মঞ্চায়িত হয়েছে। রোজী বলেন, ‘মঞ্চের তো ক্ষুধা রয়েছেই। তাই বারবার মঞ্চে ফিরে আসি। নভেম্বরে হল চেয়েছিলাম, এখনো পায়নি। হয়তো ডিসেম্বরে মঞ্চায়ন হবে। প্রত্যাশা ১০০ শো এর মঞ্চায়ন।’

 

অলোক বসু, মোহাম্মদ বারী এবং আশীষ খন্দকার

দীর্ঘ প্রায় এক বছর পর আবার মঞ্চে আসছে থিয়েটার ফ্যাক্টরির ‘আষাঢ়স্য প্রথম দিবসে’। আজ সন্ধ্যা ৭টায় মহিলা সমিতি মিলনায়তনে নাটকটি প্রদর্শিত হবে। রচনায় মোহন রাকেশ, অনুবাদ অংশুমান ভৌমিক এবং নির্দেশনা ও অভিনয়ে অলোক বসু। এদিকে গত শুক্র ও শনিবার অনুস্বর মঞ্চে আনে ‘মূল্য অমূল্য’। আর্থার মিলারের নাটক অবলম্বনে এটির রূপান্তর, নির্দেশনা ও অভিনয়ে মোহাম্মদ বারী। আর আজ সন্ধ্যা ৭টা ও ৮টায় শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে নির্দেশক-অভিনেতা আশীষ খন্দকারের নির্দেশনায় ‘দুই আগন্তুক বনাম করবী ফুল’র দুই প্রদর্শনী হবে। এটি ‘স্পেস অ্যান্ড অ্যাক্টিং রিসার্চ সেন্টার’র ৩৯ ও ৪০তম প্রযোজনা।

 

নাট্যজন সারা যাকের

নাগরিক নাট্য সম্প্রদায়ের ‘ওপেন কাপল’ দিয়ে দীর্ঘদিন পর জিয়াউল হক কিসলুর সঙ্গে মঞ্চে অভিনয়ে ফিরেছিলেন সারা যাকের। এটির রূপান্তর ও নির্দেশনাও তাঁর।  মঞ্চে ফেরা নিয়ে তিনি জানান, ‘আসলে এখনো কিছুই বলতে পারছি না। নভেম্বরের পর সব কিছু বলা যাবে।’

সর্বশেষ খবর