সোমবার, ৮ নভেম্বর, ২০২১ ০০:০০ টা
টুকরো খবর

প্রতারণার শিকার ছারপোকা

শোবিজ প্রতিবেদক

প্রতারণার শিকার ছারপোকা

অসংখ্য জনপ্রিয় গানের ব্যান্ড দল ছারপোকার অফিশিয়াল ইউটিউব চ্যানেলটি এখন নেই। ৫০টির বেশি কনটেন্ট আর ৭ লাখ সাবস্ক্রাইবারের এই চ্যানেলটি বঙ্গ (বঙ্গ হোল্ডিংস) লিমিটেডের মাল্টি চ্যানেল নেটওয়ার্কে ছিল। চ্যানেল নিরাপত্তা না দিয়ে উল্টো প্রতারণা করেছে বলেছে অভিযোগ তুলে দেড় কোটিরও বেশি টাকার ক্ষতির অভিযোগে আইনি আশ্রয় নিয়েছে ‘ছারপোকা’। ব্যান্ডের পক্ষ থেকে ১ নভেম্বর  হাতিরঝিল থানায় জিডি করেছেন ব্যান্ডটির সদস্য ইমরান হোসেন রাহাত। বঙ্গর সঙ্গে ২০১৮ সালের মে থেকে যুক্ত রয়েছে ছারপোকা। হঠাৎ করে ইউটিউব থেকে চ্যানেলটি গায়েব হয়ে গেলে বঙ্গর সঙ্গে যোগাযোগ করা হলেও বঙ্গ কোনো সদুত্তর না দিয়ে সময়ক্ষেপণ করে আসছে। এ ব্যাপারে বঙ্গর সঙ্গে কথা বলতে চাইলেও কেউ ফোন তোলেননি। অন্যদিকে ছারপোকা ব্যান্ডের তরফ থেকে জানানো হয় বঙ্গর প্রতারণার বিরুদ্ধে শিগগিরই আইনি নোটিস পাঠানো হবে।

 

সর্বশেষ খবর