মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

ইত্যাদি পুনঃপ্রচার আজ

শোবিজ প্রতিবেদক

ইত্যাদি পুনঃপ্রচার আজ

আমাদের ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা, সংস্কৃতি, মুক্তিযুদ্ধ, প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন, আকর্ষণীয় পর্যটন কেন্দ্র ও জনগুরুত্বপূর্ণ স্থানে গিয়ে ইত্যাদি ধারণের ধারাবাহিকতায় এবারের পর্ব ধারণ করা হয় প্রাচ্যের ডান্ডি হিসেবে খ্যাত নারায়ণগঞ্জ জেলার ঐতিহাসিক উপজেলা সোনারগাঁয়। বহুল প্রশংসিত এই পর্বটির পুনঃপ্রচার করা হবে আজ রাত ৮টার বাংলা সংবাদের পর বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন প্রাঙ্গণে অবস্থিত মুঘল শাসক ঈশা খাঁর স্মৃতিবিজড়িত বড় সরদার বাড়ির সামনে বাড়িটির সঙ্গে মিল রেখে নির্মিত হয় বিশাল মঞ্চ। স্বাস্থ্যবিধি মেনে শিল্পাচার্য জয়নুল আবেদিনের বিখ্যাত ‘সংগ্রাম’ তৈলচিত্রের আদলে তৈরি ভাস্কর্যকে ঘিরে বসা সীমিতসংখ্যক দর্শক নিয়ে সুশৃঙ্খলভাবে ধারণ করা হয় এবারের ইত্যাদি। এবারের অনুষ্ঠানে গান রয়েছে দুটি।

বিষয় বৈচিত্র্যে ভরপুর ইত্যাদির এ পর্বে রয়েছে নারায়ণগঞ্জ ও সোনারগাঁর ইতিহাস, ঐতিহ্য, লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের ওপর দুটি তথ্যভিত্তিক প্রতিবেদন।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর