বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

বিদেশি শিল্পীদের নিয়ে যত ফাঁকা আওয়াজ

আলাউদ্দীন মাজিদ

বিদেশি শিল্পীদের নিয়ে যত ফাঁকা আওয়াজ

‘ঢাকাই চলচ্চিত্রে বিদেশি শিল্পীদের অভিনয় নিয়ে ফাঁকা আওয়াজ চলছেই। এতে দেশীয় এ শিল্পটির প্রতি দর্শক আস্থা হারাচ্ছে। এই ফাঁকা আওয়াজ থামছেই না। সম্প্রতি এমন ঘটনা আবার ঘটেছে। গত মাসে চাউর হয়েছে বাংলাদেশি অভিনেতা জায়েদ খানের সঙ্গে ‘জখম’ নামে একটি সিনেমায় অভিনয় করতে চলেছেন ওপার বাংলার নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সিনেমাটিতে নাকি অভিনয়ের জন্য গত ১১ সেপ্টেম্বর  শ্রাবন্তী চুক্তিবদ্ধ হন। ১৪ অক্টোবর থেকে ছবিটির শুটিংয়ের ঘোষণা দেয় প্রযোজনা প্রতিষ্ঠান। কিন্তু তার আগেই বোমা ফাটালেন শ্রাবন্তীর ম্যানেজার সুমন। তাঁর দাবি, বাংলাদেশের নায়ক জায়েদ খানকে শ্রাবন্তী নাকি চেনেনই না। এমনকি, সিনেমার প্রযোজনা সংস্থার তরফ থেকে শ্রাবন্তীর সঙ্গে চুক্তি হয়েছে দাবি করলেও সুমন জানিয়েছেন, কোনো চুক্তিই হয়নি।  ‘জখম’ সিনেমার পরিচালক হিসেবে নাম এসেছিল অপূর্ব রানার এবং প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার। শ্রাবন্তী ছাড়াও সিনেমাটিতে ওপার বাংলার আরেক নায়িকা ঋতুপর্ণা  সেনগুপ্ত আছেন বলেও জানান নির্মাতা। কিন্তু এখন আর কোনো খবর নেই এসবের। এর আগে গত বছর এই প্রযোজনা প্রতিষ্ঠানটি ঘোষণা দিয়েছিল তাদের ১০ ছবিতে অভিনয় করতে যাচ্ছেন কলকাতার সুপারস্টার দেব। দেবকে নিয়ে নির্মাণ করতে যাওয়া ছবিগুলোর নাম হিসেবে ঘোষণা করা হয়েছিল- ‘কমান্ডো-২’, ‘কমান্ডো-৩’, ‘শেরা’, ‘সমাপ্তি’, ‘অধ্যায়’, ‘আশ্রয়’, ‘কালবেলা’, ‘খোয়াবনামা’, ‘পিলু’ ও ‘লকডাউন’। কিন্তু অনেক সময় পেরিয়ে গেলেও দেব কিংবা এসব ছবির কোনো খবর নেই। গত বছরের নভেম্বরেই আবার শাপলা মিডিয়া ঘোষণা দিয়েছিল কলকাতার নায়ক দেব অভিনয় করতে যাচ্ছেন তাদের ‘মিশন সিক্সটিন’ নামের একটি ছবিতে। সেই ছবিরও আজ পর্যন্ত কোনো খবর নেই। এখানেই শেষ নয়, গত বছর এই প্রযোজনা প্রতিষ্ঠানটি দেবকে নায়ক করে ‘আন্ডারওয়ার্ল্ড’ নামে আরও একটি ছবির ঘোষণা দিয়েছিল। এ ছবিরও এখন পর্যন্ত কোনো খবর নেই। এদিকে সেপ্টেম্বরে খবর প্রচার হয়েছিল নকশালবাড়ি আন্দোলন নিয়ে নির্মিতব্য ভারতীয় ওয়েব সিরিজে অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকীর বিপরীতে অভিনয় করবেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান। কিন্তু নওয়াজ সরাসরি জানালেন, ওয়েব সিরিজটিতে তিনি কোনোভাবেই সম্পৃক্ত নন। পুরো খবরটাই গুজব। ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮-কে দেওয়া সাক্ষাৎকারে নওয়াজ বলেন, ‘আমি কোনো ওয়েব সিরিজ করছি না। আপাতত এটা থেকে এখন দূরে আছি। তাই ওই বিষয়টি (জয়ার সঙ্গে ওয়েব সিরিজ) পুরোটাই গুজব। আমি এমন কোনো প্রজেক্টে সাইনও করিনি।’ খবর চাউর হয়েছিল শাপলার ‘বিক্ষোভ’ ছবিতে প্রযোজক সেলিম খানের ছেলে শান্তর বিপরীতে দেখা যাবে কলকাতার নায়িকা শুভশ্রীকে। তাও আর হয়নি। শাপলা আরও খবর রটিয়েছিল তাদের নতুন একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছে অপু বিশ্বাস। তাঁর সঙ্গে নায়ক হিসেবে থাকছেন কলকাতার দেব। তাও আজ পর্যন্ত হয়নি। গত বছর প্রযোজনা প্রতিষ্ঠান টিএম ফিল্মস ঘোষণা দেয় শাকিব খানের বিপরীতে নার্গিস ফাখরিকে দেখা যাবে। পরে নার্গিসের ঢালিউডে পথচলা শুধুই ফাঁকা আওয়াজ হয়ে রয়ে গেছে। এর আগে চাউর হয়েছিল বলিউডের নায়িকা শ্রদ্ধা কাপুরের বিপরীতে কাজ করবেন শাকিব খান। এমন একটি সংবাদ দিয়েছিল জাজ। কিন্তু শেষ পর্যন্ত তার আর কোনো খবর পাওয়া যায়নি। কলকাতার নায়িকা কোয়েল মল্লিকের নায়ক হচ্ছেন শাকিব। এ ছাড়া মাহীর নায়ক কলকাতার দেব। কয়েক বছর আগে জাজ মাল্টিমিডিয়া জানায়, তাদের মুভি ‘মাসুদ রানা’য় অভিনয় করবেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। কিন্তু এ অভিনেত্রী মিডিয়াকে জানান, বাংলাদেশের ছবিতে অভিনয়ের ব্যাপারে তাঁর সঙ্গে কোনো আলাপই হয়নি। এর আগে শোনা গিয়েছিল ঢাকাই ছবিতে অভিনয় করবেন বলিউড তারকা রানী মুখার্জি। ‘ক্র্যাক প্লাটুন’ নামের ছবিতে রানীর অভিনয়ের খবর যে নিছকই গুঞ্জন ছিল, তা রানী স্বয়ং উদ্বেগের সঙ্গে প্রকাশ করেন। এমন কোনো পরিকল্পনা তাঁর নেই বলে জানিয়েছিলেন রানীর সহকারী মনিকা ভট্টাচার্য। ২০১৭ সালে বাংলাদেশি অভিনেত্রী নুসরাত ফারিয়ার বলিউডে অভিষেকের গুঞ্জন উঠেছিল। বিষ্ণু দত্ত পরিচালিত ‘গাওয়াহ : দ্য উইটনেস’ সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তিনি। তাঁর বিপরীতে থাকবেন বলিউডের অভিনেতা ইমরান হাশমি। ২০১৪ সালে পরিচালক রাকিবুল আলম রাকিব ঘোষণা দেন তাঁর পরিচালিত ‘প্রেম করব তোমার সাথে’ ছবির  আইটেম গানে নাচবেন বলিউডের আনুশকা শর্মা। সিনেমাটি মুক্তির পর দেখা গেল আনুশকা নয়, পারফরম করেছেন বাংলাদেশি আইটেম গার্ল বিপাশা কবির। এর আগে শোনা যাচ্ছিল ঢাকাই চলচ্চিত্রে অভিনয় করবেন বলিউডের অভিনেত্রী সানি লিওন। শেষ পর্যন্ত তা গুঞ্জনই রয়ে গেল। ‘বিক্ষোভ’ নামে ছবির একটি গানে তাঁকে পারফরম করতে দেখা যাবে বলে নিশ্চিত করেছিলেন পরিচালক শামীম আহমেদ রনি। অনন্ত জলিল তাঁর ‘মোস্ট ওয়েলকাম টু’ ছবির প্রচারণায় ঘোষণা দিয়েছিলেন, ছবিটির আইটেম গানে পারফরম করবেন বলিউডের হটগার্ল বিপাশা বসু। পরে ছবিতে বিপাশার দেখা মেলেনি।  ২০১২ সালে অভিনেত্রী শাবানা ও তাঁর স্বামী চিত্র প্রযোজক ওয়াহিদ সাদিক ঘোষণা দিয়েছিলেন তাঁরা একসঙ্গে চারটি ছবি নির্মাণ করতে যাচ্ছেন। একটি ছবি হবে কলকাতার সঙ্গে যৌথ প্রযোজনার। এতে নায়িকা হিসেবে থাকবেন কলকাতার রাইমা সেন, শেষ পর্যন্ত খবরটি ফাঁকা আওয়াজেই সীমিত হয়ে যায়। এমন আওয়াজ হরহামেশাই ওঠে। প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা মতিন রহমান বলেন, ‘একটি ছবি হিট বা ফ্লপ দুটিই হতে পারে এ ফাঁকা আওয়াজে। আওয়াজ দেওয়ার পর যদি ওই শিল্পী কাজ না করেন তাহলে  নির্মাতার ফাঁকা আওয়াজে ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হয় ছবিটি। তাই এটা মোটেও ভালো বিষয় নয়।’

প্রখ্যাত চিত্রপরিচালক সাইদুর রহমান সাইদ বলেন, ‘এক দেশের শিল্পী অন্য দেশের ছবিতে অভিনয় করে থাকেন। আর এক্ষেত্রে দর্শকের বাড়তি আগ্রহও থাকে। অনেক নির্মাতা এ দর্শকআগ্রহকে পুঁজি করে বিদেশি শিল্পীর মিথ্যা ঘোষণা দিয়ে অহেতুক দর্শকদের প্রতারিত করার চেষ্টা করেন। এতে প্রকারান্তরে নির্মাতা নিজেই ক্ষতিগ্রস্ত হন। মিথ্যা বলার কারণে দর্শক তাঁর ছবি আর দেখে না।’

সর্বশেষ খবর