বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

গ্লাসগোতে ‘নোনা জলের কাব্য’

শোবিজ প্রতিবেদক

গ্লাসগোতে ‘নোনা জলের কাব্য’

‘নোনা জলের কাব্য’ এবার গ্লাসগোতে অনুষ্ঠিত জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনে প্রদর্শিত হয়েছে। ৮ নভেম্বর স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় সম্মেলনের ‘অফিশিয়াল গ্রিন জোন’ হিসেবে আখ্যায়িত ‘গ্লাসগো সায়েন্স সেন্টার’-এ ৮০ ফুটের আইম্যাক্স থিয়েটারে অনুষ্ঠিত হয় ‘নোনা জলের কাব্য’র স্ক্রিনিং। ছবিটির পরিচালক রেজওয়ান শাহরিয়ার সুমিত। ২৬ নভেম্বর ছবিটি বাংলাদেশি দর্শকদের জন্য প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। বাংলাদেশে এ ছবির পরিবেশক স্টার সিনেপ্লেক্স। ছবিটিতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, তিতাস জিয়া, তাসনোভা তামান্না প্রমুখ।  আবহ সংগীত পরিচালনায় অর্ণব। লন্ডন, বুসান, গুটেনবার্গ, সাও পাওলো, তুরিন, সিয়াটল, সিঙ্গাপুরে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দর্শকদের প্রশংসা কুড়িয়েছে এটি।

সর্বশেষ খবর