শনিবার, ১৩ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

১০০ কোটির ক্লাবে রোহিত শেঠির যত ছবি

শোবিজ প্রতিবেদক

১০০ কোটির ক্লাবে রোহিত শেঠির যত ছবি

গত সপ্তাহে মুক্তি পেয়েছে অক্ষয় কুমার ও ক্যাটরিনা কাইফ অভিনীত ছবি ‘সূর্যবংশী’। এটি রোহিত শেঠির পুলিশ ফ্রাঞ্চাইজির নতুন সিনেমা। এরই মধ্যে ছবিটি ঢুকে পড়েছে ১০০ কোটির ক্লাবে। একটি বিশ্লেষণে দেখা গেছে, বলিউডে রোহিত শেঠির ১০০ কোটির মাইলফলক পার হওয়া সবচেয়ে বেশি ছবি। এই পরিচালকের নয়টি ছবি ঢুকেছে ১০০ কোটির ক্লাবে।

চেন্নাই এক্সপ্রেস

২০১৩ সালে শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন অভিনীত ‘চেন্নাই এক্সপ্রেস’ চার দিনেই ১০০ কোটির ক্লাবে ঢোকে পড়ে।

গোলমাল অ্যাগেইন

কমেডি ছবি ‘গোলমাল অ্যাগেইন’-এরও ১০০ কোটির ক্লাবে ঢুকতে সময় লেগেছে চার দিন।

সূর্যবংশী

মহামারীর পর বক্স অফিস সফল হওয়া অন্যতম ছবি ‘সূর্যবংশী’। ১০০ কোটি আয় করতে ছবিটির লেগেছে ৫ দিন।

সিম্বা

পুলিশ ফ্রাঞ্চাইজির নতুন চরিত্র সিম্বাকে হাজির করেছিলেন ‘সিম্বা’ ছবিতে। রণবীর সিং ও সারা আলী খান অভিনীত ছবিটিরও ১০০ কোটির ক্লাবে ঢুকতে লেগেছিল ৫ দিন।

দিলওয়ালে

‘দিলওয়ালে’ ছবিতে আবার দেখা গেল শাহরুখ ও কাজলকে। ১০০ কোটির ক্লাবে ঢুকতে ছবিটির অবশ্য সময় একটু বেশি লেগেছিল ৭ দিন।

গোলমাল

‘গোলমাল’ সিরিজের তৃতীয় ছবিটিও যে দর্শকের মন জয় করেছিল, তার প্রমাণ বক্স অফিস। ১৭ দিনে এটি ১০০ কোটির ক্লাবে  ঢোকে পড়ে।

সিংহাম

অজয় দেবগন ও কাজল আগরওয়াল অভিনীত ‘সিংহাম’ রোহিতের পুলিশ ফ্রাঞ্চাইজির প্রথম ছবি। ১০০ কোটির ক্লাবে ছবিটির ঢুকতে ৩৭ দিন লেগেছিল।

বোল বচ্চন

অজয় দেবগন, অভিষেক বচ্চন ও অসিন অভিনীত ‘বোল বচ্চন’ ১০০ কোটির ক্লাবে ঢুকেছে ৪৫ দিনে।

সর্বশেষ খবর