মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

কারেন্ট ওয়েভে ‘নো ল্যান্ডস ম্যান’

শোবিজ প্রতিবেদক

কারেন্ট ওয়েভে ‘নো ল্যান্ডস ম্যান’

উত্তর ইউরোপের টেলিন ব্ল্যাক নাইট ফিল্ম ফেস্টিভ্যালে ‘কারেন্ট ওয়েভ’ বিভাগে প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়েছে মোস্তফা সরয়ার ফারুকীর ‘নো ল্যান্ডস ম্যান’। সুখবর হচ্ছে, এ উৎসবটিতে জুরি হিসেবেও দায়িত্ব পালনের আমন্ত্রণ পেয়েছেন তিনি। তথ্যটি গতকাল ফারুকী তাঁর নিজস্ব ফেসবুকে জানান। ফারুকী পোস্টে লেখেন ‘নো ল্যান্ডস ম্যান’-এর পরবর্তী গন্তব্য ‘টেলিন ব্ল্যাক নাইট ফিল্ম ফেস্টিভ্যাল’। আসরের ‘কারেন্ট ওয়েভ’ বিভাগে কিছু ভালো সিনেমার সঙ্গী হতে যাচ্ছে এটি। আমি উপস্থিত থাকব এ উৎসবে। প্রশ্নোত্তর পর্বেও অংশ নিচ্ছি। আমি এবারের উৎসবে জুরি হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছি। ভবিষ্যতেও জুরি হিসেবে তাঁদের সঙ্গে দায়িত্ব পালনের কথা রয়েছে।’ তবে এবার ‘ফার্স্ট ফিচার’ বিভাগের প্রতিযোগিতার বিচারক হিসেবে দেখা যাবে তাঁকে। উৎসবের ওয়েবসাইটেও তাঁকে বাংলাদেশের গুরুত্বপূর্ণ নির্মাতা হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। উত্তর ইউরোপের সর্ববৃহৎ উৎসব এই ‘টেলিন ব্ল্যাক নাইট ফিল্ম ফেস্টিভ্যাল’। এবারের আসরটি বসেছে ১২ নভেম্বর থেকে। চলবে ২৮ নভেম্বর পর্যন্ত। প্রতি বছর নভেম্বরে বিশ্ব চলচ্চিত্রের সব চলচ্চিত্র আন্তর্জাতিক পর্যায়ের নির্মাতাদের সামনে হাজির করা হয় এ উৎসবে।

সর্বশেষ খবর