শনিবার, ২০ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

শেষ হলো ‘জ্যাঁ কুয়ে ১৯৭১’ শুটিং

শোবিজ প্রতিবেদক

শেষ হলো ‘জ্যাঁ কুয়ে ১৯৭১’ শুটিং

১৯৭১ সালের ৩ ডিসেম্বর বেলা ১১টা ৫৫ মিনিটে ফ্রান্সের প্যারিসের আর্লি বিমানবন্দরে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের (পিআইএ) একটি বিমান ছিনতাই করে ফরাসি এক তরুণ। নাম জ্যাঁ কুয়ে। বিমানটি ছিনতাই করার একটাই উদ্দেশ্য ছিল, যুদ্ধের সময় পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশের শরণার্থী শিশুদের চিকিৎসার জন্যে ২০ টন ওষুধ ওই বিমানে তুলে দিতে হবে, তাহলেই কেবল মুক্তি পাবে বিমানের সব যাত্রী। এমন এক স্বাধীনতাকামী মানুষ ও সত্যি ঘটনাটিকে অবলম্বন করে এবার বাংলাদেশে নির্মিত হচ্ছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। নাম ‘জ্যাঁ কুয়ে ১৯৭১’। ছবিটির পরিচালক ফাখরুল আরেফীন জানান, দুই দফায় প্রায় এক মাসের  দৃশ্যধারণে ছবির চিত্রায়ণ শেষ হয়। নির্মাতা এখন ছবির এডিটিং ও ডাবিংয়ের কাজে ব্যস্ত। জ্যাঁ কুয়ে ১৯৭১ ছবির নাম ভূমিকায় অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের সৌরভ শুভ্রদাশ। এ ছাড়াও অভিনয় করছেন সব্যসাচী চক্রবর্তী, ইন্দ্রনীলসহ আরও ৩৬ জন শিল্পী।  কস্টিউম ডিজাইনে সাফিয়া সাথী।

সর্বশেষ খবর