মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

‘থিয়েটারিয়ান’র প্রশিক্ষক মোশাররফ

শোবিজ প্রতিবেদক

‘থিয়েটারিয়ান’র প্রশিক্ষক মোশাররফ

‘হয়ে যান থিয়েটারিয়ান’- এই স্লোগান নিয়ে নাট্যশিল্পী নিচ্ছে থিয়েটারিয়ান। আগামী ১৬ ডিসেম্বর দলটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টানা ১০ দিনব্যাপী একটি কর্মশালার আয়োজন করেছে তারা। পাশাপাশি নতুন নাটকের মহড়া চলছে বলে থিয়েটারে অভিনয় করতে আগ্রহী ব্যক্তিদের আহ্বান করছেন। কর্মশালাটি চলবে আগামী ১০ ডিসেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত। প্রশিক্ষক হিসেবে থাকছেন দেশের স্বনামধন্য নাট্যজন মামুনুর রশীদ, আতাউর রহমান, শিমুল ইউসুফ, তারিক আনাম খান, রহমত আলী, মাসুম রেজা, শহীদুজ্জামান সেলিম, আজাদ আবুল কালাম, মোহাম্মদ আলী হায়দার, মোশাররফ করিম, আশিকুর রহমান লিয়ন, শিশির রহমান, মজুমদার বিপ্লব, ধীমান চন্দ্র বর্মণসহ আরও অনেকেই। আবেদনপত্র সংগ্রহ ও জমা করা যাবে চিলেকোঠা বাংলাদেশ শিল্পকলা একাডেমি, সংস্কৃতি বিকাশ কেন্দ্র পরীবাগ আগামী ৫ ডিসেম্বর পর্যন্ত। সময় উপযোগী ও সৃজনশীল ভাবনা নিয়ে, নতুন মুখ ও তরুণ প্রজন্মকে মঞ্চনাটকে আগ্রহী করতেই দলটির এই উদ্যোগ।

 

সর্বশেষ খবর