বুধবার, ২৪ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

চাষী নজরুল চলচ্চিত্রকর্ম ফিল্ম আর্কাইভে

শোবিজ প্রতিবেদক

চাষী নজরুল চলচ্চিত্রকর্ম ফিল্ম আর্কাইভে

একুশে পদক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক মরহুম চাষী নজরুল ইসলামের বড় মেয়ে আন্নি ইসলাম গতকাল বাংলাদেশ ফিল্ম আর্কাইভে ভবিষ্যৎ সংরক্ষণের জন্য চাষী নজরুলের চলচ্চিত্র-সংশ্লিষ্ট দ্রব্যাদি প্রদান করেন। ফিল্ম আর্কাইভের ফিল্ম অফিসার মো. ফখরুল আলমের মাধ্যমে ২২টি চলচ্চিত্রের পাণ্ডুলিপি, স্থিরচিত্রের অ্যালবাম তিনটি, চাষী নজরুল ইসলাম জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ও বিভিন্ন সংস্থা কর্তৃক প্রাপ্ত মোট ৮০টি পদক ও তাঁর নিজের ফ্রেমে বাঁধানো কিছু স্থিরচিত্র প্রদান করেন। এ ছাড়াও বাংলাদেশ শর্টফিল্ম ফোরামের ১৬ মি.মি.-এর দুটি প্রজেক্টর, ১৬ মি.মি.-এর অ্যারিফ্লেক্স ক্যামেরা একটি, লেন্স দুটি, ট্রাইপড একটি, রিল উইন্ডার দুটি ও চাকা, পোস্টার, হাজারীবাগ ইজ শটস, আগামী, আবর্তন, দুরন্ত, দ্য চ্যাপ্টার, সূচনা, ইতি সালমাসহ ২৪টি ১৬ মি.মি. ফিল্ম ফরম্যাটে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের প্রিন্ট ফিল্ম আর্কাইভে প্রদান করেন। ফোরামের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান দ্রব্যাদি  ফিল্ম আর্কাইভের মহাপরিচালক মো. নিজামূল কবীরের কাছে হস্তান্তর করেন।

সর্বশেষ খবর