শিরোনাম
বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

স্টার সিনেপ্লেক্সে প্রিমিয়ার ‘নোনা জলের কাব্য’

শোবিজ প্রতিবেদক

স্টার সিনেপ্লেক্সে প্রিমিয়ার ‘নোনা জলের কাব্য’

সম্প্রতি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলোতে সাড়া জাগানো ছবি রেজওয়ান শাহরিয়ার সুমিতের ‘নোনা জলের কাব্য’ আসছে দেশের পর্দায়। ২৬ নভেম্বর মুক্তি পাচ্ছে এটি। ফ্রেশের টাইটেল পৃষ্ঠপোষকতায় সিনেমাটি পরিবেশনা করছে স্টার সিনেপ্লেক্স। এদিকে পটুয়াখালীর প্রত্যন্ত উপকূলীয় অঞ্চলের জেলেদের জীবনযাত্রা নিয়ে নির্মিত এই ছবিটি প্রেক্ষাগৃহে প্রদর্শনের আগেই ২২ নভেম্বর দেখানো হয় সেই জেলার জেলে পরিবারদের। পটুয়াখালীর জেলেপল্লী কুয়াকাটা পিকনিক স্পট, চরগঙ্গামতীর জেলে পরিবারের জন্য আয়োজনটি করা হয়। আজ মহাখালীর এসকেএস টাওয়ারের স্টার সিনেপ্লেক্সে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে প্রদর্শিত হবে ‘নোনা জলের কাব্য’ চলচ্চিত্রটির গালা প্রিমিয়ার শো। ছবিটিতে মূল ভূমিকায় অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, তিতাস জিয়া এবং তাসনোভা তামান্না। আবহ সংগীত পরিচালনা করেছেন অর্ণব। ছবিটি রচনা ও নির্মাণ করেছেন রেজওয়ান শাহরিয়ার সুমিত। ফরাসি প্রযোজক ঈলান জিরারদের সঙ্গে যৌথভাবে প্রযোজনাও করেছেন তিনি। ছবির সিনেমাটোগ্রাফিতে থাই শিল্পী চানানুন চতরুংগ্রোজ। বেশ কিছু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে ছবিটি। সম্প্রতি ‘নোনা জলের কাব্য’ প্রদর্শিত হয় জাতিসংঘের জলবায়ু সম্মেলনে।  স্কটল্যান্ডের গ্লাসগোতে নভেম্বরের ৮ তারিখে আইম্যাক্স থিয়েটারে দেখানো হয় চলচ্চিত্রটি।

সর্বশেষ খবর