সোমবার, ২৯ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

ট্রেনের বগি ভাড়া করে শুটিং

শোবিজ প্রতিবেদক

ট্রেনের বগি ভাড়া করে শুটিং

একটি মুক্তিযুদ্ধের নাটক নির্মাণ হবে। প্রযোজক-নির্মাতাসহ ইউনিটের পুরো টিম নাটকটির গল্পকে বাস্তব রূপ দিতে কোনোরকম ফাঁকফোকর রাখতে রাজি হননি। তাই তো চিত্রায়ণের সুবিধার্থে তিন দিনের জন্য সম্পূর্ণ একটি ট্রেনের বগি ভাড়া করা হয়। পুরো নাটকটি চিত্রায়িত হয় সৈয়দপুর, পার্বতীপুরে। মাসুম শাহরীয়ারের রচনায় সম্প্রতি সম্পন্ন হওয়া মুক্তিযুদ্ধের গল্প নিয়ে তৈরি এ নাটকটি পরিচালনা করেছেন গোলাম মুক্তাদির। থিয়েটার এন্টারটেইনমেন্টের নির্মাণে এটি প্রযোজনা করেছেন পিকলু চৌধুরী। নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, শম্পা রেজা, শতাব্দী ওয়াদুদ, এফ এস নাঈম, শবনম ফারিয়া, আবুল কালাম আজাদ সেতু, রওনক রিপনসহ অনেকেই। নির্মাতা গোলাম মুক্তাদির জানান, ‘আমাদের মুক্তির ইতিহাসে লুকিয়ে আছে অসংখ্য ছোট ছোট ঘটনা। এই গল্প তারই প্রতিচ্ছবি।’  বিজয় দিবসে নাটকটি যে কোনো একটি বেসরকারি টেলিভিশনে প্রচার হবে।

 

সর্বশেষ খবর