সোমবার, ২৯ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

অভিনয়শিল্পী সংঘের সাধারণ সভা...

শোবিজ প্রতিবেদক

অভিনয়শিল্পী সংঘের সাধারণ সভা...

শনিবার অভিনয়শিল্পী সংঘের সাধারণ সভা-২০২১ অনুষ্ঠিত হলো। শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় উৎসবমুখর পরিবেশে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। নাট্যজন আলী যাকেরের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান এমপি, নাট্যব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর ও নাট্যজন মামুনুর রশীদের প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে সাধারণ সভার যাত্রা শুরু হয়। উপস্থিত ছিলেন নায়ক আলমগীর ও তারিক আনাম খান। ডা. মুরাদ হাসান বলেন, ‘একজন অভিনয়শিল্পীর অভিনয় মানুষের মনে কতটা দাগ কেটেছে তার প্রমাণ বাকের ভাই চরিত্র। মুক্তিযুদ্ধের চেতনায় রাষ্ট্র বিনির্মাণে আমাদের অভিনয়শিল্পীদের অনেক বড় ভূমিকা রয়েছে।’ আমন্ত্রিত তিন অতিথি ও অভিনয়শিল্পী সংঘের সভাপতি শহীদুজ্জামান সেলিমকে ফুল দিয়ে স্বাগত জানান তারিন, মম ও উর্মিলা। পুরো অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম ও সাজু খাদেম।  দুজনের নান্দনিক উপস্থাপনায় অনুষ্ঠানটি চমকপ্রদ হয়ে ওঠে।

 

সর্বশেষ খবর