মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

আন্তর্জাতিক ওটিটিতে দেশীয় তারকাদের বাজিমাত

আন্তর্জাতিক ওটিটিতে দেশীয় তারকাদের বাজিমাত

চলছে ওটিটি প্ল্যাটফরমের সুসময়। ওটিটির জন্য নির্মিত হচ্ছে অসংখ্য ও বৈচিত্র্যপূর্ণ ওয়েব কনটেন্ট। অন্যান্য দেশের মতো এ দেশের নির্মাতা-অভিনয়শিল্পীরাও পিছিয়ে নেই। তারকাদের অনেকেই ওটিটিতেও জনপ্রিয় হচ্ছেন। আর এই প্ল্যাটফরমে কাজ করে নতুনরাও দর্শকপ্রিয়তা পাচ্ছেন। আন্তর্জাতিক অঙ্গনেও তাঁরা নিজস্ব ঢং ও অভিনয়গুণে পাচ্ছেন ব্যাপক পরিচিতি। লিখেছেন - পান্থ আফজাল

নেটফ্লিক্স, হইচই, জি-ফাইভ, বায়োস্কোপ, বঙ্গ, বিঞ্জ, আড্ডাটাইমস, আইফ্লিক্স, আইথিয়েটার, সিনেম্যাটিক, সিনেবাজসহ বিভিন্ন দেশি-বিদেশি ওটিটি বা ডিজিটাল স্ট্রিমিং সাইটে প্রতিনিয়ত মুক্তি পাচ্ছে প্রচুর ওয়েব কনটেন্ট। প্রতিষ্ঠিত তারকাদের সঙ্গে পাল্লা দিয়ে উঠতি অভিনেতা-অভিনেত্রীরাও দাপিয়ে কাজ করছেন এসব মাধ্যমে। নিজস¦ অভিনয় দিয়ে তাঁরা দর্শক নজর কাড়তে সক্ষম হচ্ছেন। আন্তর্জাতিক অঙ্গনেও হচ্ছেন প্রশংসিত। সমালোচনা ও বিতর্ক দিয়ে এ দেশে ওয়েব কনটেন্টের যাত্রা শুরু হলেও ইদানীং বেশ কিছু গল্পনির্ভর দর্শকনন্দিত কাজ নির্মিত হচ্ছে। মঞ্চ, টিভি ও চলচ্চিত্র অভিনেতা-কণ্ঠশিল্পী চঞ্চল চৌধুরী ওয়েব সিরিজ ‘তাকদির’ দিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক পরিচিতি পান। তাঁর হাতে রয়েছে শঙ্খ দাশগুপ্ত, তানিম নূর, সৈয়দ শাওকী, আশিকুর রহমান, অঞ্জন দত্তের নির্মাণে ওয়েব সিরিজের কাজ। সম্প্রতি হইচইয়ে অবমুক্ত হয়েছে এই জাঁদরেল অভিনেতার ‘বলি’ ওয়েব ফিল্মের টিজার। সেখানে নেতিবাচক মাফিয়া চরিত্রে ভিন্ন গেটআপে হাজির হয়েছেন চঞ্চল। প্রতিপক্ষ ‘রুস্তম’-এর ভূমিকায় সামনে এসেছেন চঞ্চলের আলোচিত ওয়েব সিরিজ ‘তাকদির’-এর সহঅভিনেতা সোহেল মন্ডল। ‘বলি’ ফিল্মটিতে আরও অভিনয় করেছেন সালাহউদ্দিন লাভলু, লুৎফর রহমান জর্জ, ইরেশ যাকের, সোহনা সাবা, সাফা কবির, নাসির উদ্দিন খান, জিয়াউল পলাশসহ অনেকেই। শঙ্খ দাশগুপ্ত পরিচালিত এই ওয়েব ফিল্মটি ৩ ডিসেম্বর মুক্তি পাবে। অভিনেতা শ্যামল মওলা ওটিটিতে দুর্দান্ত। তিনি করেছেন হানিমানি, মহানগর, ইন দ্য মুড ফর লাভ, প্যারাসাইকোলজি, পঁচিশ, টেক্কা। ‘মহানগর’ ওয়েবে এস আই মলয় দিয়ে নিজের জাত চিনিয়েছেন মুস্তাফিজ নূর ইমরান। ‘ইতি তোমারই ঢাকা’, ‘অমনিবাস’, ‘মানিহানি, ‘একাত্তর’, ‘সুগার ফ্রি’, ‘আকাশ ভরা তারা’সহ বেশ কিছু ওয়েব কনটেন্টে অভিনয় করেছেন তিনি। ভার্সেটাইল অভিনেতা মোশাররফ করিম ঝুঁকেছেন ওয়েবের দুনিয়ায়। আবু হায়াত মাহমুদের নির্মাণে তিনি মমর সঙ্গে করেছেন ওয়েব সিরিজ ‘ভালোবাসা’। আশফাক নিপুণের ‘মহানগর’-এ তিনি ওসি হারুণ চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসিত হন। শাহেদ আলী ‘নবাব এলএলবি’, ‘মহানগর’, ‘এইডা কপাল’, ‘অমানুষ’, ‘জিরো টলারেন্স’, ‘সাদা মনের মানুষ’ দিয়ে নজর কাড়েন তিনি। ইন্তেখাব দিনার ‘দ্বিখন্ডিত’, ‘ঢাকা মেট্রো’ দিয়ে প্রশংসা পান। ফজলুর রহমান বাবু সম্প্রতি ‘খাঁচার ভেতর অচিন পাখি’ দিয়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। তাসনিয়া ফারিণ ফারুকীর ‘লেডিজ অ্যান্ড জেন্টলমেন’ দিয়ে মুগ্ধতা ছড়িয়েছেন। শিহাব শাহীনের ‘আগস্ট ১৪’র ঐশী চরিত্র তাসনুভা তিশার ক্যারিয়ারে নতুন পালক যুক্ত করে। বিঞ্জে পার্থ সরকারের ‘ব্যাচ ২০০৩’, মিজানুর রহমান আরিয়ানের ‘নেটওয়ার্কের বাইরে’তেও অভিনয় করেছেন। এ সময়ের শীর্ষ অভিনেতা আফরান নিশো ‘মরীচিকা’ ওয়েব সিরিজে খলচরিত্রে অভিনয় করে সবার নজর কাড়েন। নিশো করেছেন ‘সিটি অব এরর’, ‘মাইনকার চিপায়’, ‘দ্বিতীয় কৈশর’-এ। মনোজ প্রামাণিক করেছেন ‘টু ইন রিটার্নস’, বাঘবন্দী সিংহবন্দী’, ‘সন্দেহের অবকাশ’, ‘টু ম্যাড ম্যান’; কিসলু গোলাম হায়দারের (বঙ্গ) ‘লাবণী’, অংশুর ‘ইচিংবিচিং প্রাইভেট কোচিং’সহ বেশ কিছু ওয়েব কনটেন্ট। কানে প্রশংসিত অভিনেত্রী আজমেরী হক বাঁধনও ওটিটিতে ঝুঁকেছেন। তিনি করেছেন দোদুলের ওয়েব ফিল্ম ‘ডার্করুম’, সৃজিতের ‘রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি’। নিজস্ব অভিনয়গুণে ওটিটিতে দর্শকপ্রিয় হয়েছেন ফারহানা হামিদ, নিশাত প্রিয়ম, আইশা খান, তমা মির্জা, শরিফুল রাজ, তাসনিয়া ফারিণ, রাশেদ মামুন অপু, খায়রুল বাশার, নাজিবা বাশার, দীপান্বিতা মার্টিন, সিয়াম আহমেদ, ইমতিয়াজ বর্ষণ, জোভান, নাসির উদ্দিন, নওশাবা, সজল, মুৃস্তফা মনোয়ার, জাহাঙ্গীর আলম। তালিকায় আরও রয়েছেন মাহিয়া মাহী, শাকিব খান, মিথিলা, নিরব, পূজা চেরি, জাহিদ হাসান, স্পর্শিয়া, পরীমণি, ইমন, চমক, তানজিন তিশা, রোশান, আরিফিন শুভ, মেহজাবিন, অপূর্ব, ইয়াশ রোহান, এ কে আজাদ সেতু, আরশ খান, নাজিয়া হক অর্ষা, ফারজানা রিক্তা, নাজিফা তুষি, ইমতু রাতিশ, আনন্দ খালেদ, শারমিন আঁখি, মৌসুমী হামিদ, নুসরাত ফারিয়া, তাহসান খান, সুবর্ণা মুস্তাফা, সাদিয়া মৌ, শহীদুজ্জামান সেলিম, জিয়াউল হক পলাশ, মম, তারিন, মৌটুসী বিশ্বাস, তারিক আনাম খান, ইরেশ যাকের, সানজিদা প্রীতি, অপি করিম, নুসরাত ইমরোজ তিশা, বিদ্যা সিনহা মিম, পপি, তৌকীর আহমেদ, নিপুণ, আইরিন, এ কে আজাদ আদর, পার্থ বড়ুয়া, নাজিফা তুষি, সুনেরাহ বিনতে কামাল, শতাব্দী ওয়াদুদ, এ বি এম সুমন, সাঞ্জু জন, শবনম ফারিয়া, রুনা খান, লুৎফর জর্জ, মাজনুন মিজান, মাসুম বাশার, জয় রাজ, সমাপ্তি মাসুক, আশরাফুল আশিষ, সুমন আনোয়ার, সারিকা সাবাহ, সরকার রওনক রিপন, হাসনাত রিপন, আসিফ নূর, শামীম হাসান সরকার, রিয়া, শরাফ আহমেদ জীবন, টয়া, নাঈম, দোয়েল ম্যাশ, আইরিন আফরোজ, মনিরা মিঠু, প্রিতম হাসান, অপর্ণা ঘোষ, জামসেদ শামীম, আরেফীন জিলানী, সুজন হাবিব, ফরহাদ লিমন, আর এ রাহুল, মুনমুন আহমেদ, এলিনা শাম্মী প্রমুখ।

সর্বশেষ খবর