বুধবার, ১ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

শাফকাত আমানত আলীর সঙ্গে সিঁথির গান

শোবিজ প্রতিবেদক

শাফকাত আমানত আলীর সঙ্গে সিঁথির গান

ঢাকা আন্তর্জাতিক ফোক ফেস্টে গান করছিলেন পাকিস্তানি গায়ক শাফকাত আমানত আলী। মঞ্চে গান করতে গিয়ে বাংলাদেশি সংগীতশিল্পী সিঁথি সাহার সঙ্গে পরিচয় তাঁর। সিঁথি সাহা বলেন, ‘ওই সময় দুজনের গায়কি পছন্দ হওয়ার কারণে অনেকেই আমাকে তাঁর সঙ্গে গান করার কথা বলেছিলেন। কিছু দিন পর শাফকাতের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করলে তিনি রাজি হয়ে যান।’ ওই বছরের শেষের দিকে তাঁদের দুজনের জন্য ‘রাতজাগা পাখি’ নামে একটি গান লেখেন কলকাতার সংগীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত। সুরও করেন তিনি। সিঁথি সাহা বলেন, ‘কলকাতায় গিয়ে ইন্দ্রদীপের স্টুডিওতে গানটির আমার অংশটুকু রেকর্ড করি। শাফকাত তাঁর দেশ থেকে তাঁর অংশটুকু করে ইন্দ্রদীপের কাছে পাঠান।’ চলতি বছরের ফেব্রুয়ারি মাসে গানটির ভিডিও নির্মাণ করা হয়েছে। ১ ডিসেম্বর গানটি সিঁথি সাহার ইউটিউব চ্যানেল, ফেসবুক ও মাছরাঙা টেলিভিশন ইউটিউব চ্যানেল এবং শাফকাত আমানতের ফেসবুক, ইনস্টাগ্রামে প্রকাশ হবে।

 

সর্বশেষ খবর