শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

প্রশংসিত সুমিতের ‘নোনা জলের কাব্য’

শোবিজ প্রতিবেদক

প্রশংসিত সুমিতের ‘নোনা জলের কাব্য’

গত এক বছর ধরে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলোতে সাড়া জাগানো সিনেমা ‘নোনা জলের কাব্য’ এখন দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পর প্রশংসা কুড়াচ্ছে। দীর্ঘ সাত বছরের যাত্রা শেষে মুক্তি পায় রেজওয়ান শাহরিয়ার সুমিতের রচনা ও পরিচালনায় প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রটি। ২৬ নভেম্বর বাংলাদেশের ১১টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি। ‘নোনা জলের কাব্য’ সিনেমাটি প্রদর্শিত হচ্ছে ঢাকায় স্টার সিনেপ্লেক্সের পান্থপথ বসুন্ধরা শপিং মল, মহাখালীর এসকেএস টাওয়ার, ধানমন্ডির সীমান্ত সম্ভার ও মিরপুর সনি সিনেমা শাখায়। এ ছাড়া ঢাকায় শ্যামলী সিনেমা, যমুনা ব্লকবাস্টার মুভিজ, নারায়ণগঞ্জের সিনেমাস্কোপ, চট্টগ্রামের সিলভারস্ক্রিন ও সুগন্ধা সিনেমা এবং বগুড়ার মধুবন সিনেমা হলে প্রদর্শিত হচ্ছে। এই কয়েক দিনে সিনেমাটি বাংলাদেশের দর্শক ও চলচ্চিত্রপ্রেমীদের মনোযোগ আকর্ষণ করেছে ও তাঁদের প্রশংসা পাচ্ছে। চলচ্চিত্র পরিচালক মোর্শেদুল ইসলাম বলেন, ‘এটি একটি অসাধারণ সিনেমা। এই সিনেমার গল্পটার মাধ্যমে অনেক বিষয়কে স্পর্শ করা হয়েছে এবং অনেক পরিমিতিবোধ কাজ করেছে।’ বাঁধন বলেন, ‘সাগরপাড়ের মানুষের সংগ্রামী জীবনের এক অসাধারণ গল্প এটি। দৃশ্যগুলো এখনো চোখে লেগে আছে।  মনে জায়গা করে বসে আছে টুনি।’

সর্বশেষ খবর