সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

জিন্নাতুন জান্নাতের নাড়ি সূত্র

শোবিজ প্রতিবেদক

চিত্রশিল্পী জিন্নাতুন জান্নাতের প্রথম একক চিত্র প্রদর্শনীর উদ্বোধন হয়েছে। ইএমকে সেন্টারের আয়োজনে শনিবার বিকাল সাড়ে ৫টায় প্রদর্শনীটি শুরু হয় মাইডাস সেন্টারে। চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকছে এই প্রদর্শনী। শুক্রবারসহ জাতীয় ছুটির দিনগুলোতে গ্যালারি বন্ধ থাকবে। বাগেরহাটের মেয়ে জিন্নাতুন জান্নাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অঙ্কন ও চিত্রায়ণ বিভাগ থেকে ২০১৪ সালে স্নাতক ও ২০১৬ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তাঁর চিত্রকর্মে রয়েছে বলিষ্ঠ রেখা ও রঙের ব্যবহারে বাংলার চিত্রকলার দেশজ ঐতিহ্যের অনুপ্রেরণা। তরুণ এ শিল্পীর কাজে একজন নারী হিসেবে নিজের ‘সত্তা’ আর সমাজের সাপেক্ষে নিজের ‘সামাজিক সত্তার’ মধ্যকার বোঝাপড়ার প্রয়াস লক্ষ্য করা যায়। দেশজ শিল্প ঐতিহ্যের ভাষাশৈলীর অন্বেষণে জান্নাতের এ প্রয়াস ইতিমধ্যেই শিল্পবোদ্ধাদের প্রশংসা কুড়িয়েছে। 

 

সর্বশেষ খবর