শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

বলিউডের যত ব্যয়বহুল বিয়ে

বলিউডের যত ব্যয়বহুল বিয়ে

বলিউড তারকাদের বিয়ে মানেই খরচের বাহুল্য। টানা কয়েক দিন ধরে চলে জমকালো আয়োজন।  বর্র্ণিল আয়োজনে থাকে রীতিমতো প্রতিযোগিতা। সম্প্রতি এমন ব্যয়বহুল আয়োজন ছিল ক্যাট-ভিকির বিয়েকে ঘিরে। বলিউডের এমন কিছু তারকার ব্যয়বহুল বিয়ের কথা তুলে ধরেছেন- আলাউদ্দীন মাজিদ

 

ক্যাট-ভিকি

বলিউড তারকা ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের বিয়ে হয়েছে রাজস্থানের সিক্স সেন্সেস রিসোর্টে। ১৪ শতকের এ কেল্লায় ক্যাট-ভিকি হোটেলের যে স্যুটের ভাড়া নেন তা রাতপ্রতি ৭ লাখ রুপি। আরও ১৫টি স্যুট বুক করা হয় অতিথিদের জন্য। যেগুলোর প্রতিটির ভাড়া প্রতি রাতে ৪ লাখ রুপি। শুধু থাকা বাবদ ক্যাট-ভিকির খরচ কোটি রুপির বেশি। মেহেদির এক টিউবের দামই লাখ টাকার ওপরে। বিয়ের সব আয়োজন শেষ হলে হয়তো পুরো খরচের একটা হিসাব পাওয়া যাবে।

 

দীপিকা-রণবীর

দীপিকা-রণবীর সিংয়ের বিয়ে হয়েছিল ইতালির লেক কোমোতে। যে রিসোর্ট তাঁরা ভাড়া নিয়েছিলেন শুধু তার ভাড়াই ছিল ২ কোটি রুপি। ভারতের অনুষ্ঠানে খরচ হয় প্রায় ৭৭ কোটি রুপি। ২০১৮ সালের এই বিয়ে প্রথম থেকেই নজর কেড়েছে ফ্যাশন, বিয়ের জায়গা, ডেস্টিনেশন ওয়েডিংয়ের বিভিন্ন আয়োজন। ইতালিতে ২৪ লাখ ৭৫ হাজার টাকা দিয়ে কেবল বুক করা হয়েছিল রণবীর-দীপিকার বিয়ের জায়গা লেক কোমোর ভিলা ডেল বালবিয়ানেলো। সেই জায়গায় এক সপ্তাহ ধরে চলে বিয়ের নানা উৎসব। জানা যায়, ১ কোটি ৭৩ লাখ ২৫ হাজার টাকা শুধু বিয়েতে খরচ হয়েছে ওই এক সপ্তাহে। এর বাইরে ছিল বিয়ের খাবার, পোশাক, নিরাপত্তা-সংক্রান্ত নানা খরচ।

 

আনুশকা-বিরাট কোহলি

বিরাট কোহলি ও আনুশকা শর্মার বিয়ে হয়েছিল ইতালির ৮০০ বছরের পুরনো শহর বোর্গো ফিনোসিয়েটোতে। এ বিয়েতে ইতালি ও ভারতের যেসব অনুষ্ঠান হয়েছিল তাতে মোট খরচ পড়েছিল ১০০ কোটি রুপির বেশি। বিরাট কোহলি ও আনুশকা শর্মার বিয়েও কার্যত ভক্তদের কাছে একটি বড় বিষয় ছিল। তাঁদের বিয়েও ইতালির ডেস্টিনেশন ওয়েডিংয়ের অংশ ছিল। ইতালিতে বিবাহ বাসরের ভাবনার নেপথ্যে ছিলেন ফ্যাশন ডিজাইনার সব্যসাচী। ফলে ধরাই যাচ্ছে যে, বিয়ে সাজানোয় কত টাকা খরচ হয়েছে। বিয়েতে আনুশকার ওয়েডিং রিংয়েই শুধু খরচ হয়েছে ১ কোটি টাকা। যে ভিলায় বিয়ে হয়েছে তার খরচ প্রতি দিনের হিসাবে ৬ লাখ ৫০ হাজার থেকে ১৪ লাখ টাকা।

 

প্রিয়াঙ্কা-নিক

রাজস্থানের যোধপুরের উমেদ ভবন প্যালেস এক সপ্তাহের জন্য ভাড়া করেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস। তাঁদের বিয়ের সংগীত, হলুদ, মেহেদি অনুষ্ঠানসহ হিন্দু ও খ্রিস্টান সব রীতি অনুযায়ীই বিয়ে হয়। রাজস্থানের বুকে রাজকীয় ঘরানায় বিয়ে হয় প্রিয়াঙ্কার। একবার হিন্দু মতে ত৭াদের বিয়ে হয়, এরপর খ্রিস্টান মতে নিকের সঙ্গে প্রিয়াঙ্কার বিয়ে হয়। ফ্যাশইন ডিজাইনার সব্যসাচী ডিজাইন করেছেন প্রিয়াঙ্কার লেহেঙ্গা আর রাল্ফ লরেন নিকের পোশাক ডিজাইন করেন বলে জানা যায়। নিকিয়াঙ্কার বিয়েতে প্রায় ৬৪.৪০ লাখ টাকা ভাড়া প্রতি দিনের হিসাবে ছিল কেবলমাত্র রাজস্থানের উমেদ ভবন প্যালেসের। এই প্যালেসে টানা পাঁচ দিন ধরে চলে প্রিয়াঙ্কার বিয়ের নানা অনুষ্ঠান। মনে করা হয় যে, সম্ভবত প্রিয়াঙ্কার বিয়ের খরচ ৩.২ কোটি রুপি পেরিয়ে যেতে পারে।

 

কারিনা-সাইফ

কারিনা কাপুরের বিয়েতে ছিল বিশেষ পানে সোনা-রুপার তবকের মোড়ক। একদিকে কাপুর পরিবার অন্যদিকে নবাব বংশ। ২০১২ সালে বলিউডের টক অব দ্য টাউন ছিল কারিনা ও সাইফের বিয়ে। বিভিন্ন রত্নখচিত লেহেঙ্গায় এই বিয়েতে সেজেছিলেন কারিনা। সাইফের শেরওয়ানির দামও কিন্তু কম ছিল না। শোনা যায়, বিয়েতে নাকি শুধু কারিনার লেহেঙ্গার দামই ছিল ৫০ লাখ টাকা। বিয়ের খাবার শেষে যে পান খেতে দেওয়া হয়েছিল আমন্ত্রিতদের, তা ‘সিলভার র‌্যাপ’ বা রুপার তবকের মোড়ক ও সোনার তবকের মোড়কে ছিল বলে শোনা যায়। পানের ফ্লেভারে ছিল চকোলেট, অরেঞ্জ, আম, স্ট্রবেরি।

 

শিল্পা শেঠি-রাজ কুন্দ্রা

শিল্পা শেঠির বিয়ের খরচ। বলিউডে অন্যতম সেলেব্রিটি কাপল রাজ কুন্দ্রা ও শিল্পা শেঠি। বলিউডের বুকে এঁদের একাধিক ঘটনা আলোচনার তুঙ্গে রাখে। প্রসঙ্গত, শিল্পার সঙ্গে রাজ কুন্দ্রার বিয়ে রাজের জীবনের দ্বিতীয় বিয়ে।

যে আংটি পরিয়ে শিল্পাকে আপন করে নেন রাজ সেই আংটি ৩ কোটি টাকা মূল্যের। শিল্পার বিয়ের শাড়ি থেকে রাজের পোশাক সবটাই রীতিমতো নজর কেড়েছে দর্শকদের। মনে করা হয় শিল্পা-রাজের ঘরোয়া বিয়ের খরচই প্রায় ৪ কোটি টাকা পেরিয়ে যায়।

 

ঐশ্বরিয়া-অভিষেক

ঐশ্বরিয়ার স্বর্ণখচিত বিয়ের শাড়ির দাম ছিল ৭৫ লাখ রুপি। ২০০৭ সালে বিয়ের পিঁড়িতে বসেছিলেন ঐশ্বরিয়া-অভিষেক। ঐশ্বরিয়া ও অভিষেকের বিয়ের দিনে ফিরে গেলে বলা যায়, ভারতের অন্যতম বড় বিবাহ উৎসব ছিল সেটি। ওই দিন ঐশ্বরিয়া পরেছিলেন সুন্দর সোনালি কাঞ্জিভরম শাড়ি ও ঐতিহ্যিক অলংকার, যা ঐশ্বরিয়ার লুককে করেছিল অপ্সরার মতো। আর শাড়ির দাম বলার আগে জানা জরুরি, কে ছিলেন সেই মাস্টারপিসের ডিজাইনার?

 হ্যাঁ, ওই গর্জিয়াস বিয়ের শাড়ি তৈরি করেছিলেন ফ্যাশন ডিজাইনার নীতা লুল্লা।

স্বর্ণের পাড় আর দামি পাথরখচিত ছিল সেই শাড়ি। বলিউড শাদিস ডটকমে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছিল, সত্যিকারের স্বর্ণ দিয়ে মোড়া ছিল শাড়িটি, সঙ্গে প্রচুর দামি পাথর। আর সেই শাড়িটির দাম ছিল ৭৫ লাখ রুপি এবং এটিই তখন ছিল সবচেয়ে দামি শাড়ি। আর অভিষেক পরেছিলেন সাদা শেরওয়ানি, সত্যিকারের স্বর্ণের কাজ ছিল তাতে।

 

আসিন-রাহুল

আসিনের বিয়ে হয় কোটিপতি কর্ণধারের সঙ্গে! হিন্দু ও খ্রিস্টান দুই মত মেনেই বিয়ে হয় আসিন থোট্রুমকালের। ২০১৬ সালে মাইক্রোম্যাক্স সংস্থার কর্ণধার রাহুল শর্মাকে বিয়ে করেন বলিউডের ‘গজনি’ স্টার আসিন। বিয়েতে যে হীরার আংটি আসিন পরেন, তার দামই নাকি ৬ কোটি রুপির ওপর।

 

এই বিয়েতেও আসিনের লেহেঙ্গার ডিজাইন করেন সব্যসাচী।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর