শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

লন্ডনে মুগ্ধতা ছড়ালেন রুনা লায়লা

শোবিজ প্রতিবেদক

লন্ডনে মুগ্ধতা ছড়ালেন রুনা লায়লা

গত ১৯ নভেম্বর লন্ডনে গেছেন উপমহাদেশের জীবন্ত কিংবদন্তি সংগীতশিল্পী ও সুরস্রষ্টা রুনা লায়লা। মূলত সেখানে তিনি তাঁর মেয়ে তানি লায়লা ও তাঁর দুই নাতির সঙ্গে সময় কাটাতেই গেছেন। তবে এরই মধ্যে বাংলাদেশ-ভারতের বন্ধুত্বের ৫০ বছর উপলক্ষে মৈত্রী দিবস উদযাপিত হয়েছে লন্ডনে। লন্ডনে বাংলাদেশের রাষ্ট্রদূত ও ভারতের রাষ্ট্রদূতের যৌথ উদ্যোগে লন্ডনের হোটেল ম্যারিয়টে বিশেষ এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে রুনা লায়লা শিবদাস ব্যানার্জির লেখা ও ভূপেন হাজারিকার সুর করা ও গাওয়া ‘গঙ্গা আমার মা’ গানটি প্রথম পরিবেশন করেন। পরবর্তীতে রুনা লায়লা সর্বাধিক জনপ্রিয় গান ‘দামা দাম মাস্কালান্দার’ গানটি পরিবেশন করেন। উপস্থিত আমন্ত্রিতরা অতিথি রুনা লায়লার গানে মুগ্ধ হন। রুনা লায়লা বলেন, ‘শুধু এই দুটি গান করার জন্যই আমাকে বিশেষভাবে বলা হয়েছিল। তাই এই দুটি গানই পরিবেশন করেছি। দুটি গান শুনে সবাই মুগ্ধ হয়েছেন।  বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বের ৫০ বছর উপলক্ষে এই আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে ভীষণ সম্মানীত বোধ করছি।’

সর্বশেষ খবর