সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

আবুল হায়াতের ‘সালাম কমান্ডার’

শোবিজ প্রতিবেদক

আবুল হায়াতের ‘সালাম কমান্ডার’

বাংলাদেশের অভিনয় জগতে অনন্য একটি নাম আবুল হায়াত। অভিনয়ের পাশাপাশি নাটক লেখা ও নির্মাণ করেন গুণী এ নাট্যজন। দীর্ঘদিন পর মাসুম রেজার লেখা বিজয় দিবসের নাটক ‘সালাম কমান্ডার’ বানিয়েছেন তিনি। তিনি বলেন, ‘বেশ কিছু দিন পর নাটকটি বানালাম। দেখার আমন্ত্রণ রইল।’ এটিতে আবুল হায়াতের (সালাম কমান্ডার) ছেলে চরিত্রে আল মামুন ও নাতনির ভূমিকায় মৌসুমী মৌসহ অভিনয় করেছেন ফখরুল বাশার মাসুম। নাটকটির গল্প মুক্তিযুদ্ধ-পরবর্তী সময়ে দেশের রাজনৈতিক, সামাজিক ও পারিবারিক বিষয়কে নিয়ে।  মুক্তিযোদ্ধা সালাম কমান্ডার ও তার ছেলে-নাতনির মধ্যেকার বিভিন্ন আদর্শিক স্থান ও মতপার্থক্য তুলে ধরা হয়েছে।’ নাটকটি এটিএন বাংলায় প্রচার হবে ১৬ ডিসেম্বর রাত ৮টা ৪৫ মিনিটে।

সর্বশেষ খবর