শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

বিএসএফের আয়োজনে সৃষ্টি কালচারাল সেন্টার

শোবিজ প্রতিবেদক

বিএসএফের আয়োজনে সৃষ্টি কালচারাল সেন্টার

স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) নয়াদিল্লিতে আয়োজন করেছিল একটি সংস্কৃতি অনুষ্ঠান। ১৬ ডিসেম্বরের এই আয়োজনে অংশ নিতে গত বুধবার ঢাকা ছাড়েন সৃষ্টি কালচারাল সেন্টারের নৃত্যশিল্পীরা। এই প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা আনিসুল আলম হিরু জানান, এটি ছিল আমাদের জন্য অনেক সম্মানজনক একটি অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিল্লির অনেক গুণীজন। এই অনুষ্ঠানে আমরা দেশের গানের ওপর কয়েকটি নাচ পরিবেশন করি। আরও একটি মজার বিষয় হচ্ছে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে দীর্ঘ ৭ বছর পর নৃত্যশিল্পী ও অভিনেত্রী চাঁদনি আমাদের সঙ্গে পারফরম করলেন।

সর্বশেষ খবর