রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

ফের মঞ্চ মাতাতে চান আলিফ

শোবিজ প্রতিবেদক

ফের মঞ্চ মাতাতে চান আলিফ

দেশের সংগীতজগতের পরিচিত মুখ কণ্ঠশিল্পী ও উপস্থাপক আলিফ আলাউদ্দিন। কখনো মঞ্চ মাতাতেন গানের সুরে, কখনোবা কথার জাদুতে। প্রায় ১৪ বছরেরও বেশি সময় কিডনি সমস্যায় ভুগছেন তিনি। কিন্তু কখনো কেউ তা বুঝতে পারেনি। নানা সময় অসুস্থতা নিয়েই বিভিন্ন অনুষ্ঠানে হাজির হতেন তিনি। মায়ামাখা হাসি দিয়ে সব সময় লুকিয়ে রেখেছিলেন নিজের ভিতরের সব অসুস্থতা। বর্তমানে সমস্যাটি এমন পর্যায়ে এসে দাঁড়িয়েছে যে, বিষয়টি আর লোকচক্ষুর আড়ালে রাখা যাচ্ছে না। বর্তমানে গান থেকে সাময়িক সময়ের জন্য দূরে আছেন এই শিল্পী। এখন সপ্তাহে দুটি দিন ডায়ালাইসিস করতে হয় তার। প্রস্তুতি চলছে কিডনি প্রতিস্থাপনের। জীবনের এই কঠিন মুহূর্তে থেকেও নতুন দিনের স্বপ্ন দেখেন আলিফ আলাউদ্দিন। 

গত বছরের ৯ আগস্ট প্রয়াত হন দেশের কিংবদন্তি সংগীত পরিচালক, গীতিকার ও গায়ক আলাউদ্দিন আলী। আলিফের মা সালমা সুলতানাও ছিলেন নন্দিত নজরুল সংগীতশিল্পী। তিনি মারা যান আলাউদ্দিন আলীরও আগে-২৯ সেপ্টেম্বর ২০১৬। প্রয়াত বাবা-মা দুজনকে একসঙ্গে স্মরণ করতেই তাদের তিন যুগ আগের একটি গান কণ্ঠে তুলে নিয়েছেন আলিফ। এটাই ছিল তার বছরের শেষ গান। গানটির শিরোনাম ‘তুমি চলে গেছ আমারে কাঁদিয়ে’। সমসাময়িক নানা বিষয় নিয়ে আলিফ আলাউদ্দিন বলেন, ‘রোগটি যার হয়েছে সেই বুঝতে পারে এর বেদনা। বর্তমানে আমার সব ধরনের কাজ বন্ধ আছে। সামনে কিডনি প্রতিস্থাপনের প্রস্তুতি নিচ্ছি। সব যদি ঠিক হয়ে যায়, আমি আবারও মঞ্চ মাতাতে চাই। আমার দর্শকদের শ্রোতে ভাসতে চাই।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর