অনেকে মানতে নারাজ থ্কালেও বাণিজ্যিক আর ভিন্ন ধারায় স্পষ্ট হচ্ছে চলচ্চিত্র। এ দুই ধারার চলচ্চিত্রের দর্শকও আলাদা। বাণিজ্যিক ধারার ছবির দর্শক সব শ্রেণির, আর ভিন্ন ধারার ছবির দর্শক একটি বৃত্তে বন্দী হয়ে আছে। গত কয়েক বছর ধরে বাণিজ্যিক ধারার চেয়ে ভিন্ন ধারার ছবিই দর্শক-আগ্রহে এগিয়ে রয়েছে। এমনকি বিগ বাজেটের বাণিজ্যিক ছবিও দর্শকমন তেমনভাবে কাড়তে পারছে না। বিষয়টি তুলে ধরেছেন-…